IPL 2022: ঋতুরাজকে নিয়ে চিন্তার মেঘ কাটল ইয়েলোব্রিগেডের
Ruturaj Gaikwad: গত মরসুমের আইপিএলের অরেঞ্জ ক্যাপের মালিক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ম্যাচ ফিট হয়ে উঠেছেন। কেকোরের বিরুদ্ধে সিএসকের ও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ থেকেই তাঁকে বেছে নিতে আর সমস্যা রইলো না চেন্নাইয়ের।
নয়াদিল্লি: আইপিএলের (IPL) চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের একদিকে সমস্যা মিটছে তো অন্যদিকে নতুন সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। জানা গিয়েছে, ভিসা সংক্রান্ত জটিলতার জন্য সিএসকের (CSK) ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি এখনও ভারতে এসে পৌঁছতে পারেননি। আশঙ্কা রয়েছে, তিনি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হয়তো নাও খেলতে পারেন। তা ছাড়া চেন্নাইয়ের ১৪ কোটির ভারতীয় পেসার দীপক চাহার ফিট কিনা তা এখনও জানতে পারেনি সিএসকে শিবির। তবে এই সব সমস্যার মধ্যেই একখানা ভালো খবরও পেয়েছে মাহির দল ও চেন্নাই সমর্থকরা। গত মরসুমের আইপিএলের অরেঞ্জ ক্যাপের মালিক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ম্যাচ ফিট হয়ে উঠেছেন। কেকোরের বিরুদ্ধে সিএসকের ও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ থেকেই তাঁকে বেছে নিতে আর সমস্যা রইলো না চেন্নাইয়ের।
Opening the new day with this combo! #Yellove #WhistlePodu ?? pic.twitter.com/xIUCkTxfsJ
— Chennai Super Kings (@ChennaiIPL) March 20, 2022
হাতের চোটের জন্য বেঙ্গালুরুর এনসিএতে দীর্ঘদিন ছিলেন ঋতুরাজ। তবে ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন সিএসকের এই তরুণ তুর্কি। আর শুধু চেন্নাইয়ের সুরাটে চলা ট্রেনিং সেশনে যোগ দিয়েছেন নয়, নেট সেশনে প্রস্তুতি নেওয়াও শুরু করে দিয়েছেন ঋতু। সিএসকের সিইও কাশী বিশ্বনাথন বলেন, “ঋতুরাজ এখন ফিট। ও দলের সঙ্গে যোগ দিয়েছে এবং প্রস্তুতিও শুরু করেছে। ও দল নির্বাচনের জন্যও থাকছে।”
Houston, the ? has landed! #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/BToprV7XG4
— Chennai Super Kings (@ChennaiIPL) March 19, 2022
এ বারের আইপিএলের নিলামের আগে রিটেনশন লিস্টে নাম ছিল ঋতুর। ৬ কোটি টাকা দিয়ে ধোনি, জাডেজা, মইনের পাশাপাশি ঋতুরাজকেও রিটেইন করেছিল চেন্নাই সুপার কিংস। ২৫ বছরের ঋতুরাজ গত বারের আইপিএলে মোট ১৬টি ম্যাচে খেলে ৬৩৫ রান করেছিলেন। এবং, যার ফলে আইপিএল-১৪-র অরেঞ্জ ক্যাপ জয় করে নেন ধোনির ছাত্র ঋতু। গত আইপিএলে সবচেয়ে বেশি চার (৬৪টি) মেরেছিলেন চেন্নাই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়।
আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ৪ ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল সিএসকে। নিলামশেষে ২৫ জনের দল গড়েছে চেন্নাই।
সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।
আরও পড়ুন: IPL 2022: চেন্নাই সুপার কিংসের কোন প্লেয়ার ভিসা সমস্যায় আটকে পড়েছেন?
আরও পড়ুন: Rafael Nadal: টানা ২০ ম্যাচ অপ্রতিরোধ্য নাদাল ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে
আরও পড়ুন: Lakshya Sen: কোন পথে অল ইংল্যান্ড ওপেন ফাইনালে লক্ষ্য সেন, দেখুন ছবিতে