CWCQ 2023, West Indies Out: ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল স্কটল্যান্ড

World Cup 2023 Qualifier: সুপার সিক্সের যোগ্যতা অর্জন করলেও শূন্য থেকে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে গ্রুপ পর্ব থেকে ৪ পয়েন্ট নিয়ে ঝুলিতে নিয়ে সুপার সিক্সে উঠেছিল। সুপার সিক্স পর্বও জয় দিয়ে শুরু করেছে তারা।

CWCQ 2023, West Indies Out: ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল স্কটল্যান্ড
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 8:08 PM

ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সম্ভাবনা জিইয়ে রাখতে শুধু অঙ্কেই টিকে ছিল ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সে প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হার ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচ বাকি থাকলেও ভারতে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ ওয়েস্ট ইন্ডিজের। বাকি ম্যাচগুলি শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। স্কটল্যান্ডের কাছে ওডিআইতে প্রথম বার হার ওয়েস্ট ইন্ডিজের। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হার হয়ে দাঁড়াল। কেন এমন পরিস্থিতি হল ওয়েস্ট ইন্ডিজের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সুপার সিক্সের যোগ্যতা অর্জন করলেও শূন্য থেকে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে গ্রুপ পর্ব থেকে ৪ পয়েন্ট ঝুলিতে নিয়ে সুপার সিক্সে উঠেছিল। সুপার সিক্স পর্বও জয় দিয়ে শুরু করেছে তারা। দু-দলেরই রয়েছে ৬ পয়েন্ট করে। ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্ব থেকে কোনও পয়েন্ট আনতে পারেনি। ফলে সুপার সিক্সে প্রতিটি ম্যাচই তাদের কাছে নকআউট ছিল। যার শুরু হল হার দিয়ে। শূন্য থেকে শুরু করে শূন্যতেই থাকলেন পুরানরা। বিশ্বকাপের দৌড় থেকেও বিদায়। ভারতে ওডিআই বিশ্বকাপে দুটি স্থানে এগিয়ে জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কা। কার্যত নিশ্চিতও বলা যায়।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় স্কটল্যান্ড। সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে তাদের বোলিং আক্রমণ। ব্যাটিং বিপর্যয়ের অন্যতম উদাহরণ দেখা গেল ক্যারিবিয়ান শিবিরে। মাত্র ৮১ রানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অলরাউন্ডার জেসন হোল্ডার এবং রোমারিও শেপার্ড ব্যাট হাতে কিছুটা লড়াই করেন। শেষ অবধি মাত্র ১৮১ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ। মাত্র তিন উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছয় স্কটল্যান্ড। এর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিদায়ও নিশ্চিত হয়ে যায়। টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে ফরম্যাট, এই প্রথম বার বিশ্বকাপের আসরে নেই ওয়েস্ট ইন্ডিজ।