IPL 2021: সিএসকের জার্সিতে ছবি পোস্ট ওয়ার্নারের
ছবি শেয়ার করার পর ডিলিট করেও বিতর্কের মুখে পড়েন ওয়ার্নার। কেউ কেউ বলেন, সিএসকের সমর্থনেই ওয়ার্নারের পোস্ট। অজি ওপেনারের পোস্ট অনেকেই ভালো চোখে দেখেননি।
সিডনি: সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে মধুচন্দ্রিমা পর্ব শেষ। পরের গন্তব্য কোথায়? চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সি গায়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট ডেভিড ওয়ার্নারের (David Warner)। তাহলে কি ধোনির দলেই ওয়ার্নারের পরবর্তী ঠিকানা?
জল্পনা তৈরি হল ওয়ার্নারের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে। ছবিতে দেখা যাচ্ছে, ডেভিড ওয়ার্নারের কাঁধে তাঁর মেয়ে। ওয়ার্নারের গায়ে সিএসকের জার্সি। মেয়েও পরে আছে চেন্নাইয়ের জার্সি। এই ছবি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। গুঞ্জন শুরু হয়ে যায়, ওয়ার্নারের পরবর্তী ডেস্টিনেশন নিয়ে। যদিও এই ছবি পোস্ট করার পরই আবার তা ডিলিট করে দেন অস্ট্রেলিয়ান ওপেনার। ছবি ডিলিট করার পর ওয়ার্নার বলেন, ‘এক ভক্ত আমাকে এই ছবিটা দিয়ে বলে শেয়ার করতে। তাই করেছিলাম।’ এদিকে আজই আইপিএলের মেগা ফাইনাল। মুখোমুখি কেকেআর-সিএসকে। আর ঠিক আগেই এমন কাণ্ড ঘটিয়ে বসলেন ওয়ার্নার।
View this post on Instagram
ছবি শেয়ার করার পর ডিলিট করেও বিতর্কের মুখে পড়েন ওয়ার্নার। কেউ কেউ বলেন, সিএসকের সমর্থনেই ওয়ার্নারের পোস্ট। অজি ওপেনারের পোস্ট অনেকেই ভালো চোখে দেখেননি। এ দিকে বেশ কয়েক বছর সানরাইজার্স হায়দরাবাদে থাকার পর অবশেষে সম্পর্ক ছিন্ন হচ্ছে। আইপিএল চোদ্দর মাঝপথে তাঁকে ক্যাপ্টেন্সি থেকেও সরিয়ে দেওয়া হয়। পরে দল থেকেও বাদ পড়েন ওয়ার্নার। পরের আইপিএল নিলামে অজি ওপেনারের দিকে নজর অনেকেরই থাকবে।
সানরাইজার্স হায়দরাবাদ ছাড়ার পর ওয়ার্নার এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘টিমের মালিক, ট্রেভর বেইলিস, লক্ষ্মণ, টম মুডি, মুরলীথরন সবাইকেই সম্মান জানিয়ে বলছি, যখন কোনও সিদ্ধান্ত নেওয়া হয় তার পিছনে কারও মস্তিষ্কপ্রসূত থাকে। কে তোমার পিছনে কলকাঠি নাড়ছে তা বোঝা যায় না। যখন একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০ ম্যাচ খেলার পরও এ রকম আচরণের শিকার হতে হয়। চেন্নাইয়ে পাঁচটার মধ্যে ৪টে ম্যাচে খারাপ খেলেছিলাম। যাইহোক, কড়া ওষুধ গিলতে সত্যিই খুব কষ্ট হয়। আমার কাছে এখনও অনেক প্রশ্নের উত্তর নেই। তবে কখনও সখনও সরে আসতে হয়।’
আরও পড়ুন: IPL 2021 Final LIVE Score, CSK vs KKR: দুবাইতে আজ চেন্নাই বনাম কলকাতার ফাইনালের লড়াই
আরও পড়ুন: Indian Cricket: বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সিরিজে ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়