T20 World Cup 2021: অজিদের ডু অর ডাই ম্যাচ, ক্যারিবিয়ানদের সম্মানের
আজ রেকর্ড বইয়ের পাতা উল্টে দিতে হবে অস্ট্রেলিয়াকে (Australia)। কারণ শুধু তিন পয়েন্ট পেলেই যে হবে এমনটা নয়। বাড়িয়ে রাখতে হবে রানরেটও। কারণ, সন্ধেয় মুখোমুখি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা জিতে গেলে তারাও যে পৌঁছে যাবে ৮ পয়েন্টে।
আবু ধাবি: শনিবার টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) গ্রুপ অব ডেথের লিগ পর্বের শেষ দুটি ম্যাচ। কোন দুটি দল যাবে সেমিফাইনালে? ঠিক হবে শনিবারের দুটি ম্যাচে। গ্রুপ অব ডেথে লড়াই যেমনটা হওয়া উচিত ছিল সেটাই যেন হল। টানা চার ম্যাচ জিতেও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, এমনটা বলা যাবে না। শনিবারের প্রথম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ (Australia vs West Indies)। গতবারের চ্যাম্পিয়ন পোলার্ডরা এ বার সেমিফাইনালের দৌড়ে নেই। অন্য দিকে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া (Australia) লিগে পর্বের দ্বিতীয় স্থানে। তাদের একটাই লক্ষ্য, শেষ চারের টিকিট। বাংলাদেশেকে বড় ব্যবধানে হারিয়ে রান রেটে কিছুটা এগিয়ে অ্যারন ফিঞ্চের (Aaron Finch) দল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড যে খুব খারাপ অস্ট্রেলিয়ার। মোট ১৬টি ম্যাচের মধ্যে ১০টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬টি ম্যাচে জয় অস্ট্রেলিয়ার। টি-২০ বিশ্বকাপের রেকর্ড বইও কথা বলছে ক্যারিবিয়ানদের হয়ে। ৫টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ রেকর্ড বইয়ের পাতা উল্টে দিতে হবে অস্ট্রেলিয়াকে। কারণ শুধু তিন পয়েন্ট পেলেই যে হবে এমনটা নয়। বাড়িয়ে রাখতে হবে রানরেটও। কারণ, সন্ধেয় মুখোমুখি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা জিতে গেলে তারাও যে পৌঁছে যাবে ৮ পয়েন্টে।
বাংলাদেশ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। স্টার্কও ছন্দে ফিরেছেন। অ্যারন ফিঞ্চও ব্যাটে রান পাচ্ছেন। তবে অস্ট্রেলিয়ার চিন্তা একটা জায়গা নিয়েই, ডেভিড ওয়ার্নারের ফর্ম। আইপিএলে লম্বা সময় আরব দেশে কাটিয়েও মরুদেশের ২২ গজে নিজেকে মানিয়ে নিতে পারেননি। তাঁর ব্যাটে রান আসছে না। তাই ব্য়াটিংয়ের শুরুতেই মাঝে মাঝেই থমকে যাচ্ছে অস্ট্রেলিয়ার গতি। চাপ পড়ছে অ্যারন ফিঞ্চের ওপর। তবে পরিবর্তনের কোনও খবর নেই অজি শিবির থেকে।
এ দিকে, গতবারের চ্যাম্পিনয় ওয়েস্ট ইন্ডিজ এ বার ছায়া মাত্র। বিভিন্ন দেশের টি-২০ লিগে যে ক্যারিবিয়ান ক্রিকেটারদের দাপট সেটা জাতীয় দলের হয়ে উধাও। তাই তারকার ভিড়েও হারিয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে কিছুটা মানরক্ষা হবে তাদের। সেটাই চাইছেন পোলার্ডরা। তাঁদের জয় চাইছে দক্ষিণ আফ্রিকা শিবিরও। তা হলে অনেকটা হালকা মেজাজে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারবে তারা।
আরও পড়ুন : T20 World Cup 2021: রেকর্ডের সামনে ইংল্যান্ড, জিততেই হবে প্রোটিয়াদের
আরও পড়ুন : Dwayne Bravo: এ বার সরে যাওয়ার সময় এসেছে, বলছেন ব্র্যাভো