Dwayne Bravo: এ বার সরে যাওয়ার সময় এসেছে, বলছেন ব্র্যাভো

কুড়ি-বিশের ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) অন্যতম সেরা শক্তি বলে ধরা হয়। একমাত্র টিম হিসেবে ক্যারিবিয়ানরা দু'বার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে। আর দু'বারই সেই টিমের সদস্য ছিলেন ডোয়েন ব্র্যাভো।

Dwayne Bravo: এ বার সরে যাওয়ার সময় এসেছে, বলছেন ব্র্যাভো
Dwayne Bravo: এ বার সরে যাওয়ার সময় এসেছে, বলছেন ব্র্যাভো
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 4:55 PM

দুবাই: কিছু ধরেই জল্পনা ছিল। সেটাই সত্যি হল এ বার। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পর অবসর নেওয়ার কথা ঘোষণা করে দিলেন ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। কুড়ি-বিশের ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) অন্যতম সেরা শক্তি বলে ধরা হয়। একমাত্র টিম হিসেবে ক্যারিবিয়ানরা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে। আর দু’বারই সেই টিমের সদস্য ছিলেন ডোয়েন ব্র্যাভো।

শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ লিগের আর একটা ম্যাচ রয়েছে। শ্রীলঙ্কার ম্যাচের পর ব্র্যাভো বলেছেন, ‘সময় এসে গিয়েছে। একটা চমৎকার কেরিয়ার ছিল আমার। ১৮ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজ টিমে খেলেছি। লম্বা কেরিয়ার হলে উত্থান-পতন থাকেই। আমি যখন নিজের কেরিয়ারের দিকে ফিরে তাকাই, তখন খুব খুশি হই।’

ব্র্যাভো সব মিলিয়ে দেশের হয়ে তিনটে আইসিসি (ICC) ট্রফি জিতেছেন। যার দুটো আবার ড্যারেন স্যামির ক্যাপ্টেন্সিতে। ব্র্যাভো বলেছেন, ‘একটা ব্যাপারের জন্য আমার বরাবর গর্ব হয়। আমাদের প্রজন্মের ক্রিকেটাররা প্রত্যেকে বিশ্ব ক্রিকেটে নিজের নাম তৈরি করতে পেরেছি।’

বিশ্ব ক্রিকেটে ব্র্যাভো টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই পরিচিত। চেন্নাই সুপার কিংসের আইপিএল সাফল্যের পিছনেও রয়েছেন তিনি। দেশের হয়ে সব মিলিয়ে ৯০টা টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ৭৮টা উইকেট নেওয়ার পাশাপাশি ১ হাজারের বেশি রানও রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৪তম ম্যাচ খেলে কেরিয়ার শেষ করবেন তিনি। এই বিশ্বকাপে কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ টিম শুরু থেকেই খোঁড়াচ্ছে। বলা হচ্ছিল, টিমের গড় বয়স বেড়ে যাওয়ার কারণে ভুগতে হচ্ছে তাদের।

টিমের তরুণ প্রজন্মকে সাহায্য করার জন্য মুখিয়ে আছেন ব্র্যাভো। বলেছেন, ‘আমি এ বার আমার পরবর্তী প্রজন্মকে আমার অভিজ্ঞতা ভাগ করে দিতে চাই। আমার মনে হয় সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। তরুণ প্রজন্মের পাশে দাঁড়ানোটাই এখন আমাদের কাজ। এ বারের বিশ্বকাপে আমরা যে ভাবে খেলেছি, সেটা প্রত্যাশিত ছিল না। আমরা প্লেয়াররাও এ ভাবে বিশ্বকাপটা শেষ হোক, চাইনি।’

 আরও পড়ুন: Virat Kohli’s Birthday: বিরাটের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢল

আরও পড়ুন: New Zealand vs Namibia Live Score, T20 World Cup 2021: রান আউট কনওয়ে, চতুর্থ উইকেট হারাল কিউয়িরা

আরও পড়ুন: বিরাটের সিদ্ধান্তেই টিমের ফোকাস নষ্ট, বলছেন প্রাক্তনরা