বিরাটের সিদ্ধান্তেই টিমের ফোকাস নষ্ট, বলছেন প্রাক্তনরা
বিরাটের আচমকা সিদ্ধান্তে টিমের প্লেয়াররা যেমন হতবাক হয়ে গিয়েছিলেন, তেমনই টিম থেকে ইতিবাচক ব্যাপারটাতে অনেকটাই ধাক্কা লেগেছিল।
নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে বিরাট কোহলির (Virat Kohli) ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়াই ভারতের বিপর্যয়ের একটি অন্যতম কারণ। এমনই মনে করছে ক্রিকেটমহল। বিরাটের আচমকা সিদ্ধান্তে টিমের প্লেয়াররা যেমন হতবাক হয়ে গিয়েছিলেন, তেমনই টিম থেকে ইতিবাচক ব্যাপারটাতে অনেকটাই ধাক্কা লেগেছিল।
মন্টি পানেসর (Monty Panesar), মনিন্দর সিংয়ের মতো প্রাক্তনরা মেনে নিচ্ছেন, মেগা টুর্নামেন্টের আগে টিমের উপর মানসিক ভাবে চাপ তৈরি করেছিল বিরাটের সিদ্ধান্ত। পানেসর বলেই দিয়েছেন, ‘বিরাটকে দোষ দিচ্ছি না। ওর টিমে এমন কিছু প্লেয়ার আছে, যারা মনে করে, বিরাটের বদলে তাদের ক্যাপ্টেন হওয়া উচিত। বিরাটের ভুলটা হল, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া। ওর উচিত ছিল পুরো টুর্নামেন্টটা খেলে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করা। আজ টিমের যা অবস্থা, সেটা কিন্তু অন্য রকম হতে পারত।’
পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে তীব্র চাপে পড়ে গিয়েছে ভারত। এতটাই জটিল পরিস্থিতি যে, শেষ চারে পা রাখতে পারবে কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। নিউজিল্যান্ড না হারলে ভারতের পক্ষে সেমিফাইনালে যাওয়া মুশকিল। মনিন্দর বলছেন, ‘বিরাট যে বড় মাপের প্লেয়ার, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ও নিজে পারফর্ম করে টিমকে জেতায়। কিন্তু বিশ্বকাপের আগে বিরাটের ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়ার কোনও মানে হয় না। তারপর আবার টিমের কোচও সেই পথে হাঁটলেন। এই রকম ঘটনাগুলো কিন্তু টিমের পজিটিভ দিকটা নষ্ট করে দেয়। আর তারই খেসারত দিতে হচ্ছে। বিরাটের ঘটনায় টিমের মধ্যে একটা তীব্র বিভ্রান্তি তৈরি করেছে। সেটাই কিন্তু টিমের পারফরম্যান্সের উপর ছাপ ফেলছে।’
পানেসর আবার একধাপ এগিয়ে গিয়ে বলেছেন, ‘বিরাট আগেই ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায় রোহিত, পন্থ, রাহুল নিজেদের পরবর্তী ক্যাপ্টেন হিসেবে ভাবছে। খেলার উপর ফোকাসই নেই। টিমে এখন নেতার সংখ্যা অনেক। আর সেটাই চাপে ফেলে দিয়েছে।’
আরও পড়ুন: New Zealand vs Namibia Live Score, T20 World Cup 2021:কিউয়িদের ইংনিস শুরু, ওপেনিংয়ে গাপ্টিল-মিচেল