Venkatesh Iyer: অল্পের জন্য প্রাণে বাঁচলেন কেকেআরের ভেঙ্কটেশ

আজ, শুক্রবার দলীপ ট্রফির সেমিফাইনালে (Semi Final) মুখোমুখি হয়েছিল ওয়েস্ট জোন ও সেন্ট্রাল জোন। সেই ম্যাচে হঠাৎ করেই চোট পান সেন্ট্রাল জোনের ভেঙ্কি।

Venkatesh Iyer: অল্পের জন্য প্রাণে বাঁচলেন কেকেআরের ভেঙ্কটেশ
Venkatesh Iyer: অল্পের জন্য প্রাণে বাঁচলেন কেকেআরের ভেঙ্কটেশImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2022 | 10:24 PM

চেন্নাই: দলীপ ট্রফিতে (Duleep Trophy) অঘটন। অল্পের জন্য প্রাণে বাঁচলেন কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। আজ, শুক্রবার দলীপ ট্রফির সেমিফাইনালে (Semi Final) মুখোমুখি হয়েছিল ওয়েস্ট জোন ও সেন্ট্রাল জোন। সেই ম্যাচে হঠাৎ করেই চোট পান সেন্ট্রাল জোনের ভেঙ্কি। ওয়েস্ট জোনের চিন্তন গাজার মারা বল সজোরে গিয়ে লাগে ভেঙ্কটেশের মাথায়। ম্যাচ চলাকালীন মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে আনা হয় অ্যাম্বুলেন্স।

ওয়েস্ট জোনের বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করতে নামেন ভেঙ্কটেশ। দলের অবস্থা সেই সময় ভালো ছিল না। সেন্ট্রাল জোনের ইনিংস চলাকালীন ওয়েস্ট জোনের বোলার গাজার বলে বাঁ-হাতি তারকা ব্যাটার ভেঙ্কটেশ একখানা লম্বা ছক্কা মারেন। এরপর হঠাৎ করেই ভেঙ্কটেশের দিকে বল ছুড়ে মারেন গাজা। সেই বল গিয়ে লাগে ভেঙ্কটেশের ঘাড়ের কাছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কেকেআরের তারকা অল-রাউন্ডার।

বরাতজোরে বেঁচে যান ভেঙ্কি। মাঠে অ্যাম্বুলেন্স আনা হলেও তিনি তাতে ওঠেননি। তিনি ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান। স্ক্যান করানোর জন্য তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ফের ব্যাট হাতে ফিরে আসেন তিনি। তবে ১৪ মাত্র রান করে আউট হয়ে যান। তবে ওয়েস্ট জোনের দ্বিতীয় ইনিংস চলাকালীন আর ফিল্ডিং করতে দেখা যায়নি ভেঙ্কটেশকে।

গত বছর কেকেআরের জার্সিতে আইপিএলে নজর কেড়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। এর পর জাতীয় দলের হয়ে চমকপ্রদ উত্থান হয় এই নাইট তারকার। বর্তমানে যদিও তিনি ভারতীয় দলের হয়ে খেলছেন না। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে ফের জাতীয় দলে করার জন্য মরিয়া হয়ে রয়েছেন তিনি।

দলীপ ট্রফির সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করে ২৫৭ রান তুলেছিল ওয়েস্ট জোন। প্ৰথম ইনিংসে মাত্র ১২৮ রানে গুটিয়ে গিয়েছে সেন্ট্রাল জোন। ওয়েস্ট জোন দ্বিতীয় ইনিংসে পৃথ্বী শয়ের দুরন্ত শতরানে ভর করে ২৫৯ রানের লিড নিয়েছে। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট জোনের স্কোর ৩ উইকেটে ১৩০। ক্রিজে ১০৪ রানে অপরাজিত পৃথ্বী। সঙ্গে রয়েছেন আরমান জাফর (৭*)।