England Tour Of Pakistan: ৪৮ ঘণ্টার মধ্যেই পাক সফর বাতিল করতে পারে ইংল্যান্ড

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়, 'নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পাক সফর বাতিলের ঘটনা আমাদের ভাবাচ্ছে। আমাদের সিকিউরিটি টিমের (Security Team) সঙ্গে এ ব্যাপারে কথা চালাচ্ছি। পাক সফরের বিষয়ে ওদের সিদ্ধান্তই গ্রাহ্য হবে। ৪৮ ঘণ্টার মধ্যেই আমরা সেই সিদ্ধান্ত জানিয়ে দেব।'

England Tour Of Pakistan: ৪৮ ঘণ্টার মধ্যেই পাক সফর বাতিল করতে পারে ইংল্যান্ড
পাক সফর বাতিল করতে পারে ইংল্যান্ড। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2021 | 6:43 PM

লন্ডন: নিরাপত্তাজনিত কারণে পাক সফর বাতিল করেছে নিউজিল্যান্ড (New Zealand)। ১৮ বছর পর পাকিস্তানে (Pakistan) খেলতে যায় কিউয়িরা। আজ রাওয়ালপিণ্ডিতে (Rawalpindi) সিরিজের প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার অভাব বোধ করায় পাক সফর বাতিল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (New Zealand Cricket Board)। যে ঘটনার পর ফের তোলপাড় ক্রিকেটবিশ্ব।

নিউজিল্যান্ডের পাক সফর বাতিলের পর চিন্তায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও। পাক সফর বাতিল করতে পারে ইসিবি (ECB)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই পাক সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। অক্টোবরে পাক সফরে খেলতে যাওয়ার কথা ইংল্যান্ডের। রাওয়ালপিণ্ডিতে দুটো টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। ২০০৫ সালের পর আর পাকিস্তানে খেলতে যায়নি তারা। ১৬ বছর পর পাক সফরে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও, নিউজিল্যান্ডের পাক সফর বাতিলে এখন দ্বিধায় ইসিবি (ECB)। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পাক সফর বাতিলের ঘটনা আমাদের ভাবাচ্ছে। আমাদের সিকিউরিটি টিমের (Security Team) সঙ্গে এ ব্যাপারে কথা চালাচ্ছি। পাক সফরের বিষয়ে ওদের সিদ্ধান্তই গ্রাহ্য হবে। ৪৮ ঘণ্টার মধ্যেই আমরা সেই সিদ্ধান্ত জানিয়ে দেব।’

নিউজিল্যান্ড পাক সফর বাতিল করায় বড়সড় ধাক্কা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে। সম্প্রতি পাক বোর্ডের চেয়ারম্যান পদে বসেছেন রামিজ রাজা। তাঁর কাছে বড় ধাক্কা। আন্তর্জাতিক স্তরে ফের পাকিস্তান ক্রিকেট কলূষিত হল। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে হামলার ঘটনার পর সে দেশে খেলতে চায়নি অনেক দেশই। মাঝে জিম্বাবোয়ে খেলতে গিয়েছিল পাকিস্তানে। পাকিস্তান সুপার লিগে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার খেলেন। এই ঘটনার পর তাঁরাও সে দেশে যাওয়ার ঝুঁকি নেবেন কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই বছরের শেষে পাক সফরে যাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। পরের বছরের শুরুতেই পাক সফর সূচি রয়েছে অস্ট্রেলিয়ার।

আরও পড়ুন: Babar Azam: সিরিজ বাতিল হওয়ায় হতাশ পাক নেতা বাবর আজম