East Bengal: ইস্টবেঙ্গলে কোচিংয়ের প্রস্তাব ফেরালেন রঞ্জি জয়ী অধিনায়ক!
মোহনবাগান ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছেন প্রণব নন্দী। ইস্টবেঙ্গল ক্রিকেট দলে কোচের পদে শূণ্যতা তৈরি হয়েছে।
![East Bengal: ইস্টবেঙ্গলে কোচিংয়ের প্রস্তাব ফেরালেন রঞ্জি জয়ী অধিনায়ক! East Bengal: ইস্টবেঙ্গলে কোচিংয়ের প্রস্তাব ফেরালেন রঞ্জি জয়ী অধিনায়ক!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/07/SAM.jpg?w=1280)
কলকাতা : ইস্টবেঙ্গলে (East Bengal) কোচ সমস্যা! তবে ফুটবলে নয়। এবার ক্রিকেটে। দীর্ঘ ১৮ বছর ইস্টবেঙ্গলে কোচিং করিয়েছেন প্রণব নন্দী। সদ্য মোহনবাগানের কোচ হয়েছেন তিনি। শনিবার আনুষ্ঠানিকভাবে মোহনবাগান ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছেন প্রণব নন্দী। ইস্টবেঙ্গল ক্রিকেট দলে কোচের পদে শূন্যতা তৈরি হয়েছে। সবুজ মেরুনের দায়িত্ব নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রণব। ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সেখানকার ক্রিকেট সিস্টেম ভেঙে পড়েছে। ইস্টবেঙ্গলের কোচ হিসেবে অনেক কিছু পেলেও তিনি যে সিস্টেমের মধ্যে চলতে পছন্দ করেন, সেটা পাচ্ছিলেন না। সূত্রের খবর, বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দোপাধ্যায়কে (Sambaran Banerjee) কোচ করতে চাইছে ইস্টবেঙ্গল।
সম্বরণ বন্দোপাধ্যায় কি লাল হলুদ ক্রিকেট দলের কোচ হচ্ছেন! ইস্টবেঙ্গলের ক্রিকেট সচিব মানস রায় প্রথমে বলেন এ বিষয়ে সোমবারের আগে তিনি মন্তব্য করতে পারবেন না। টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ করা হয় বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দোপাধ্যায়ের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে পোস্ট হয়েছে, তিনি ইস্টবেঙ্গলের কোচ হচ্ছেন। সেই প্রসঙ্গে সম্বরণ বন্দোপাধ্যায় জানালেন, ‘হ্যাঁ, আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আমার এতটা সময় হবে না। সে কারণেই প্রস্তাব ফিরিয়েছি।‘
ইস্টবেঙ্গলের ক্রিকেট সচিবের কাছে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বলেন, বিষয়টি তাঁর জানা নেই।
![প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর... প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Rabindranath-Love-Quotes.jpg?w=670&ar=16:9)
![মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে? মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Maha-Kumbh-Snan.jpg?w=670&ar=16:9)
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)