IPL 2021: প্রথম পর্ব অতীত, আবার নতুন শুরু দরকার: পন্টিং
২২ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করবে দিল্লি ক্যাপিটালস। দলের সহকারি কোচ কাইফের কাছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ফিরে আসা দলের কাছে একটা ভালো দিক। একই মত পন্টিংয়েরও।
দুবাই: লিগের এক নম্বর জায়গায় থেকে আইপিএলের (IPL) দ্বিতীয় পর্ব শুরু করছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। শেষ দুটো বছরে রাজধানীর দলের খেলার ধরণটাই অনেক বদলে গেছে। ক্রিকেট মহলের মতে, এর অন্যতম কারণ কোচ (coach) রিকি পন্টিং (Ricky Ponting)। শ্রেয়স-ঋষভদের ভয়ডরহীন ক্রিকেটের দাপটও যেন আসছে সেখান থেকেই। দুটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক আইপিএলের দ্বিতীয় পর্বের আগে দলকে সতর্ক করছেন। তাঁর সাফ কথা, প্রথম পর্বে যা হয়েছে সেটা অতীত। আরব দেশে আবার নতুন শুরু।
দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়াকে দেওয়া এক ইন্টারভিউয়ে পন্টিং জানিয়েছেন, ”প্রথম পর্বে আমরা যা করেছি সেটা অতীত। মাঝে চার মাস সময় কেটে গেছে। তাই আবার নতুন করে শুরু করতে হবে। আমার নিজেদের তৈরি করছি যাতে টুর্নামেন্টে নিজেদের সেরা দিতে পারি।”
প্রথম পর্বের বিচারে তাঁর দিল্লি ক্যাপিটালস লিগে টেবিলের শীর্ষে থাকলেও পন্টিং মনে করেন প্রথম পর্বে দল সেরা খেলাটা দিতে পারেনি। প্রাক্তন অস্ট্রেলিয়ার তারকা বলেছেন,”প্রথম পর্বে আমাদের পারফরম্যান্স প্রমাণ করে, আমরা কতটা পরিশ্রম করেছি। কিন্তু আমার মনে হয়, যোগ্যতা অনুযায়ী এখনও সেরাটা আমাদের দেওয়া হয়নি। চার মাস অপেক্ষার পর আমি আবার দিল্লি শিবিরে যোগ দিলাম। এই দলটার সঙ্গে কাজ করার আনন্দটাই আলাদা। বলতে হবে গোটা কোচিং টিমের কথাও। তারাও নিজেদের সেরাটা দিয়েছে। আগামী চার-পাঁচ সপ্তাহ নিয়ে উত্তেজিত বোধ করছি।”
?️ "I have been waiting 4⃣ months to come back and do it all over again."
First days, quarantines, changing conditions and #IPL2021 plans are on the menu as @RickyPonting speaks to us after his first day of training ?#YehHaiNayiDilli #IPL2021 #CapitalsUnplugged @OctaFX pic.twitter.com/hW4V49EOEe
— Delhi Capitals (@DelhiCapitals) September 16, 2021
২২ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করবে দিল্লি ক্যাপিটালস। দলের সহকারি কোচ কাইফের কাছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ফিরে আসা দলের কাছে একটা ভালো দিক। একই মত পন্টিংয়েরও, ”কোনও সন্দেহ নেই শ্রেয়স ফিরে আসায় দলের শক্তি অনেকটা বাড়বে। ওর শারীরীভাষা দলকে চার্জআপ করে। অনুশীলনেও দারুণ ছন্দে আছে। মাঠে নামার জন্য মুখিয়ে শ্রেয়স। ও বিশ্বমানের এক ক্রিকেটার।”
আরও পড়ুন: IPL 2021: রাস্তায় ফুচকা বিক্রির কথা ভেবেছিলেন এই নাইট তারকা