Gautam Gambhir: তিরুমালা মন্দিরে পুজো দিলেন গৌতম গম্ভীর, বিশ্বকাপে ভারতের জন্য যে বার্তা দিলেন…
Cricket World Cup 2023:ভারতের ঝুলিতে দীর্ঘ ১১ বছর বিশ্বকাপ আসেনি। এ বার তাই ভারতের প্রতিটি ক্রিকেট প্রেমী প্রার্থনা করছেন বিশ্বকাপ জিতুক রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও বিশ্বকাপ জয়ের প্রার্থনা করছেন। সদ্য তিরুমালা মন্দিরে পুজো দিয়ে বিশ্বকাপে ভারতের সাফল্য কামনা করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
নয়াদিল্লি: আর সপ্তাহখানেকও সময় বাকি নেই বিশ্বকাপ (Cricket World Cup 2023) শুরু হওয়ার। এক এক করে ওডিআই বিশ্বকাপে অংশ নিতে চলা দলগুলি ভারতের মাটিতে পা রাখছে। গতকাল রাতে (২৭ সেপ্টেম্বর) পাকিস্তান থেকে ভারতে এসেছেন বাবর আজমরা। তাঁরা হায়দরাবাদে রয়েছেন। কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড টিমও ভারতে পৌঁছে গিয়েছে। ভারতের ঝুলিতে দীর্ঘ ১১ বছর বিশ্বকাপ আসেনি। এ বার তাই ভারতের প্রতিটি ক্রিকেট প্রেমী প্রার্থনা করছেন বিশ্বকাপ জিতুক রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও বিশ্বকাপ জয়ের প্রার্থনা করছেন। সদ্য তিরুমালা মন্দিরে পুজো দিয়ে বিশ্বকাপে ভারতের সাফল্য কামনা করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তারপর কী বললেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে সস্ত্রীক গম্ভীর পুজো দিয়েছেন। সেই ভিডিয়ো তুলে ধরেছে সংবাদসংস্থা পিটিআই। মন্দিরে সোনালি পাড়ের সাদা ধুতি ও গায়ে পাট্টা ছিল গৌতমের। শ্রীভরি তিরুমালা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গৌতম পিটিআইকে বলেন, ‘ভারতীয় দলকে আমরা বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানাই। আমি নিশ্চিত ১৪০ কোটি ভারতীয় টিম ইন্ডিয়ার সাফল্যের জন্য প্রার্থনা করছেন। আমার মনে হয় এ বারের বিশ্বকাপে ভারত ভালো পারফর্ম করবে। এবং ভারতের এই বিশ্বকাপ জেতার প্রবল সম্ভবনা রয়েছে।’
VIDEO | “All of us wish India the very best. I am sure with 140 crore Indians praying for the team, they will definitely do a very good job and India has a very good chance of winning the World Cup,” says former Indian cricketer @GautamGambhir after visiting the Srivari Temple at… pic.twitter.com/3gJMNnn8Qs
— Press Trust of India (@PTI_News) September 28, 2023
বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। অবশ্য ভারতের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ৮ অক্টোবর। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ সফর শুরু করবে মেন ইন ব্লু। সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে ভারত। এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে জয় বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াল।