Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat-Rohit: গম্ভীর জমানায় বিরাট-রোহিতের ভবিষ্যৎ কী? যা বললেন ভারতের হেড কোচ…

Gautam Gambhir: শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে গৌতম গম্ভীর এক প্রেস কনফারেন্স করলেন। তাতে তাঁর মনোভাবের একটা আঁচ পাওয়া গেল। গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন উঠছিল, টিমে রোহিত-বিরাটের জায়গা কী হবে?

Virat-Rohit: গম্ভীর জমানায় বিরাট-রোহিতের ভবিষ্যৎ কী? যা বললেন ভারতের হেড কোচ...
Virat-Rohit: গম্ভীর জমানায় বিরাট-রোহিতের ভবিষ্যৎ কী? যা বললেন ভারতের হেড কোচ...Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 24, 2024 | 12:07 PM

কলকাতা: ভারতীয় ক্রিকেট টিমে গম্ভীর জমানা শুরু হল। টিম ইন্ডিয়ার নতুন হেড কোচের দায়িত্ব গৌতম হাতে পেতেই বলা হচ্ছিল, নিশ্চিত ভাবে এক ব্লু প্রিন্ট তৈরি করেছেন তিনি। শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে গৌতম গম্ভীর (Gautam Gambhir) যে প্রেস কনফারেন্স করলেন, তাতে তাঁর মনোভাবের একটা আঁচ পাওয়া গেল। গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন উঠছিল, টিমে রোহিত-বিরাটের ভূমিকা কী হবে? এই প্রসঙ্গে প্রেস কনফারেন্সে সেই প্রসঙ্গে যা বললেন গৌতম গম্ভীর…

বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে কী ভাবা হচ্ছে,গৌতম গম্ভীর পরিষ্কার নিজের ভাবনা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘বড় মঞ্চে ওরা কী তুলে ধরতে পারে, তা প্রমাণ করেছে। সে টি-২০ বিশ্বকাপ হোক বা ওডিআই বিশ্বকাপে। একটা জিনিস আমি বলতে পারি, এই দু’জনের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। বড় অস্ট্রেলিয়া সফর রয়েছে। ওরা নিশ্চিত ভাবে তার জন্য তৈরি থাকবে। আর যদি ওরা ফিটনেস ধরে রাখতে পারে, তা হলে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপেও খেলতে পারে। এটার সঠিক কোনও উত্তর দেওয়া যায় না। ওরা দলের সাফল্যে কতটা অবদান রাখতে পারছে সেটাই দেখা হবে। দল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওরা এখনও বিশ্বমানের প্লেয়ার। যে কোনও দলই ওদের যতদিন সম্ভব খেলাতে চাইবে।’

এর আগে গৌতম জানিয়েছিলেন, তিনি চান যে ক্রিকেটাররা ফিট, তাঁরা যেন তিন ফর্ম্যাটেই খেলেন। এ বার প্রেস কনফারেন্সে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে গম্ভীর বললেন, ‘আমাদের দায়িত্ব জসপ্রীত বুমরার মতো ক্রিকেটারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। তবে শুধু ওর জন্যই নয়, সকল জোরে বোলারদের জন্যই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। রোহিত ও বিরাট এখন আর টি-২০ ক্রিকেট খেলবে না, তাই বেশিরভাগ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য ওদের উপলব্ধ থাকতে হবে। যদি একজন ব্যাটার ভালো ক্রিকেট খেলতে পারে, ভালো ফর্মে থাকে, তা হলে তাঁকে সব ম্যাচ খেলতে হবে।’