Gautam Gambhir Press Conference: গৌতম গম্ভীর নাকি ভারতীয় ক্রিকেটের উন্নতি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? হেড কোচ বলছেন…

Team India: ভারতীয় টিমে কোনও জিনিস জটিল করতে নারাজ নতুন হেড কোচ গৌতম গম্ভীর। প্রথম দিন থেকেই গুরু গম্ভীর সেই পরিষ্কার বার্তাই দিলেন। তাঁর কাছে জয়ই সব। একটা নিরাপদ, হাসিখুশি ড্রেসিংরুম গড়ে তুলতে চান তিনি।

Gautam Gambhir Press Conference: গৌতম গম্ভীর নাকি ভারতীয় ক্রিকেটের উন্নতি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? হেড কোচ বলছেন...
Gautam Gambhir Press Conference: 'গৌতম গম্ভীর নয়, ভারতীয় ক্রিকেটের উন্নতি বেশি গুরুত্বপূর্ণ', কোচের দায়িত্বে এসে গুরু গৌতমের 'গম্ভীর' বার্তা Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 24, 2024 | 12:07 PM

কলকাতা: শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে ভারতের নতুন হেড কোচ এক ঝাঁক প্রশ্নের উত্তর দিলেন। গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার কোচ হিসেবে তাঁর ভাবনা কী। ভারতীয় টিমে কোনও জিনিস জটিল করতে নারাজ গম্ভীর। প্রথম দিন থেকেই গুরু গম্ভীর সেই পরিষ্কার বার্তাই দিলেন। তাঁর কাছে জয়ই সব। একটা নিরাপদ, হাসিখুশি ড্রেসিংরুম গড়ে তুলতে চান তিনি। আর নিজেকে নয়, ভারতীয় ক্রিকেটের উন্নতিই যে বেশি গুরত্ব দিচ্ছেন তিনি, তাও বুঝিয়ে দিলেন।

ভারতের হেড কোচ হওয়া যে খুব সহজ কাজ নয়, ভালো করেই জানেন গৌতম গম্ভীর। অনেক প্রত্যাশা পূরণ করার দায়িত্ব এ বার তাঁর কাঁধে আসতে চলেছে। নির্বাচক প্রধান অজিত আগরকরকে পাশে নিয়ে ভারতের নতুন কোচ বলেন, ‘আমি একটা অত্যন্ত সফল দলের দায়িত্ব নিতে চলেছি। টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের রানার্স। একটা চ্যাম্পিয়ন টিমের দায়িত্ব নিচ্ছি। কয়েকটা দিকে নজর রাখতে হবে।’

নিজেকে নয়, ভারতীয় ক্রিকেটকে প্রাধান্য দেওয়ায় বিশ্বাসী গৌতম গম্ভীর। ভারতের নতুন হেড কোচ বলেন, ‘জয় শাহর সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমি জানি বিভিন্ন বিষয় নিয়ে একাধিক গুজব ছড়িয়েছে। নানা জল্পনা-কল্পনা চলেছে। আমরা সেই জিনিসগুলোকে স্পষ্ট করতে পারি। গৌতম গম্ভীর গুরুত্বপূর্ণ নয়, ভারতীয় ক্রিকেটে উন্নতি গুরুত্বপূর্ণ। ভারতীয় টিমকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার কাজ। আশা করছি ভারতীয় দলের উন্নতিতে সাহায্য করব।’

আজ, সোমবার সূর্যকুমার যাদব-সহ ভারতেপ টি-২০ টিমের সদস্যদের শ্রীলঙ্কা সফরের জন্য রওনা হওয়ার পালা। তার আগে ভারতের নতুন হেড কোচ হিসেবে প্রথম প্রেস কনফারেন্স করলেন গম্ভীর। নানা প্রশ্নের উত্তর দিলেন গৌতম এবং নির্বাচক প্রধান অজিত আগরকর।