Virat-Rohit: সাদা বলে খেলা চালিয়ে যাবেন বিরাট-রোহিত! বড় আপডেট দিলেন জয় শাহ
Champions Trophy 2025: এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই সকলের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আগামী বছর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে কি খেলবেন টি-২০ ক্রিকেটে অবসর ঘোষণা করা বিরাট কোহলি, রোহিত শর্মারা?
কলকাতা: ভারতের বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেই বিষাদের সুর বাজিয়ে অবসরের পথে হেঁটেছেন টিম ইন্ডিয়ার তিন সুপারস্টার। নতুন করে বলার অপেক্ষা রাখে না, তাঁরা কারা। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) টি-২০ বিশ্বকাপ জেতার পরই দেশের হয়ে আর টি-ক্রিকেটে খেলবেন না বলে জানিয়েছিলেন। রবিবার বিকেলে রবীন্দ্র জাডেজাও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে উঁকি দিয়েছে একটা প্রশ্ন, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলবেন বিরাট-রোহিত? এ নিয়ে বড় আপডেট দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।
রোহিত-বিরাটরা বিশ্বকাপ জেতার পর বিসিসিআই সেক্রেটারি জয় শাহ পিটিআইকে জানিয়েছেন, টিমের সিনিয়র ক্রিকেটাররা আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ হতে চলেছেন। তিনি বলেন, ‘আমি চাই ভারত সব খেতাব জিতুক। আমাদের রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী। বিশ্বকাপ জয়ী টিমের মাত্র ৩ জন ক্রিকেটার জিম্বাবোয়ে যাচ্ছে। যদি প্রয়োজন হয় আমরা তিনটে দল তৈরি করতে পারি। আমাদের টার্গেট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে একই রকম স্কোয়াড দেখা যেতে পারে। সিনিয়াররাও সেখানে থাকবে।’
Jay Shah confirms senior players will be part of the 2025 Champions Trophy. (PTI). pic.twitter.com/IEp3O65Qc8
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 1, 2024
টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জেতার পর গৌতম গম্ভীর প্রশংসা করেছিলেন রোহিত-বিরাটের। তিনি জানিয়েছিলেন, তাঁর মনে হয় টি-২০ থেকে তাঁরা অবসর নিলেও বাকি দুই ফর্ম্যাটে অবদান রেখে যাবেন। দেশকে সাফল্য এনে দেবেন। গম্ভীরের এই কথার সূত্র ধরে মনে হতেই পারে, তাঁর এ কথা বলার কারণ কী? তিনি কোচ হচ্ছেন বলে? হতেই পারে। গম্ভীরের সঙ্গে হয়তো আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বোর্ডের আলোচনা হয়ে গিয়েছে।
বিরাট-রোহিত অবশ্য এক বারের জন্যও বলেননি, তাঁরা ওডিআই ক্রিকেটে আর খেলবেন না। হঠাৎ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে তাঁরা বিদায় জানানোয় জল্পনা তৈরি হয়েছিল। যে তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো খেলবে না। কে বলতে পারে, এই দুই সিনিয়র প্লেয়ারের জন্য আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি হতেই পারে শেষ ওডিআই টুর্নামেন্ট।