Rohit Sharma: আমার মনে হয় না… পরিস্থিতির চাপে পড়েই কি অবসর নিতে বাধ্য হলেন রোহিত শর্মা?

Watch Video: রো-কো জুটিকে দেশের হয়ে আর টি-২০ ক্রিকেট খেলতে দেখা যাবে না, এ কথা ভেবে মন খারাপ করছেন তাঁদের অনুরাগীরা। এরই মাঝে রোহিত শর্মার এক ভিডিয়ো ভাইরাল। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, তিনি এখনই টি-২০ ক্রিকেট থেকে অবসর নিতে চাননি।

Rohit Sharma: আমার মনে হয় না... পরিস্থিতির চাপে পড়েই কি অবসর নিতে বাধ্য হলেন রোহিত শর্মা?
Rohit Sharma: আমার মনে হয় না... পরিস্থিতির চাপে পড়েই কি অবসর নিতে বাধ্য হলেন রোহিত?Image Credit source: ICC
Follow Us:
| Updated on: Jul 01, 2024 | 2:47 PM

কলকাতা: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) চ্যাম্পিয়ন হয়েই বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma) যে ভাবে এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন, তা অনেকের হজম হচ্ছে না। রো-কো জুটিকে দেশের হয়ে আর টি-২০ ক্রিকেট খেলতে দেখা যাবে না, এ কথা ভেবে মন খারাপ করছেন তাঁদের অনুরাগীরা। এরই মাঝে রোহিত শর্মার এক ভিডিয়ো ভাইরাল। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, তিনি এখনই টি-২০ ক্রিকেট থেকে অবসর নিতে চাননি। পরিস্থিতির চাপে পড়ে অবসরের পথে হেঁটেছেন। তারপর থেকে এই প্রশ্ন জোরাল হয়েছে যে, ভারতের হবু হেড কোচ গৌতম গম্ভীরের জন্যই কি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে রোহিত শর্মাকে বলতে শোনা যায়, ‘এ বারের বিশ্বকাপ উপভোগ করেছি। আমি ভাবিনি টি-২০ ক্রিকেট থেকে অবসর নেব। কিন্তু পরিস্থিতি এমন চলে এসেছে। তাই নিতে হল। মনে হল এটাই সঠিক সময়। বিশ্বকাপ জিতে বিদায় জানানোর থেকে ভালো আর কিছু হতে পারে না।’ ওই ভিডিয়োতেই শোনা যায় রোহিতকে একজন প্রশ্ন করেন, ‘আপনি আইপিএল খেলবেন তো?’ সঙ্গে সঙ্গে উত্তরে রোহিত বলেন, ‘হ্যাঁ ১০০ শতাংশ।’

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো (এই ভিডিয়োটির সত্যতা টিভি নাই বাংলা যাচাই করেনি)—

গৌতম গম্ভীরের ভারতের কোচ হওয়া সময়ের অপেক্ষা। এর আগে গৌতমের এক ঝাঁক শর্ত সামনে এসেছিল। যে গুলি তিনি ভারতীয় টিমের কোচ হলে বলবৎ করতে চান। সেখানেই গৌতম জানিয়েছিলেন, তরুণদের ভারতীয় টিমে সুযোগ দিতে চান তিনি। তিন ফর্ম্যাটে ৩টে টিমও চাইছেন তিনি। সেই সঙ্গে গম্ভীরের অন্যতম শর্ত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিই দলের সিনিয়র প্লেয়ারদের শেষ সুযোগ। তাই হয়তো দল থেকে বাদ পড়ার সময় আসার আগে নিজেই সরে যাওয়া শ্রেয় মনে করেছেন রোহিত।