Hardik Pandya: ‘নতুন লুকে’ বিশ্বজয়ের হিরো, মাঠেই প্রেম প্রস্তাব পেলেন হার্দিক পান্ডিয়া
T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়াদের তছনছ করতে করতে বার্বাডোজে ম্যাচ দেখতে আসা সুন্দরীদের মনেও দোলা দেন হার্দিক পান্ডিয়া। যে কারণে ম্যাচের মাঠেই প্রেম প্রস্তাবও পান তিনি। সেই ছবি ছড়িয়েছে নেটদুনিয়ায়। যেখানে দেখা যায় এক তরুণী হাতে পোস্টার নিয়ে দাঁড়িয়ে।
কলকাতা: ভারত বিশ্বকাপ জিততেই হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) চুমুতে ভরিয়ে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল। তখনও অঝোরে কেঁদে চলেছেন হার্দিক পান্ডিয়া। কোথায় গেল মুম্বই ইন্ডিয়ান্স টিমে হার্দিক-রোহিতদের কচকচানি? ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হতেই সে সব নিমেষে উড়ে গেল। দাড়ি কেটে হালকা গোঁফ রেখে নতুন লুকে হার্দিক পান্ডিয়া ফাইনাল খেলতে নেমেছিলেন। বিশ্বকাপ (T20 World Cup 2024) ট্রফির শেষ লড়াইয়ে তাঁর দিকে সকলের নজর ছিল। হার্দিক নিজেও জানতেন, ফাইনালে কিছু করে দেখাতে পারলে ইতিহাসের পাতায় থেকে যাবেন। হলও সেটাই। নতুন লুকে একদিকে বিশ্বজয়ের হিরো হলেন। আর অপরদিকে মাঠেই পেলেন প্রেম প্রস্তাব।
কয়েক মাস আগে হার্দিক পান্ডিয়ার জীবনে ঝড় উঠেছিল। মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে ক্যাপ্টেন করার পর তাঁর জীবনে যেন অন্ধকার নেমে এসেছিল। কথায় বলে অন্ধকার নামলে নিজের ছায়াও নাকি ছেড়ে পালায়। যখন জীবনে এই রকম অন্ধকার নেমে আসে, তখন সবই উল্টো ঘটনা ঘটে। সকলে যখন প্রশ্ন তোলে, সমালোচনা করে, কাছের সবাই ছেড়ে চলে যায়, মনে হয় পুরো পৃথিবী ষড়যন্ত্র রচনা করেছে, ঠিক সেই সময় লড়াইটা নিজেকেই লড়তে হয়। প্রমাণ করতে হয় যে সত্যিই আমি যোগ্য, আমি নিজেই যথেষ্ট। সেটাই করে দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া।
হার্দিক প্রোটিয়াদের তছনছ করতে করতে বার্বাডোজে ম্যাচ দেখতে আসা সুন্দরীদের মনেও দোলা দেন। যে কারণে ম্যাচের মাঠেই প্রেম প্রস্তাবও পান তিনি। সেই ছবি ছড়িয়েছে নেটদুনিয়ায়। যেখানে দেখা যায় এক তরুণী হাতে পোস্টার নিয়ে দাঁড়িয়ে। যেখানে লেখা, ‘হার্দিক ৩৩ আমি তোমাকে ভালোবাসি।’ এই ছবি বুঝিয়ে দেয় হার্দিক এখনও ভালোবাসার পাত্র। অন্ধকার সময় পেরিয়ে তিনি আলোয় এসেছেন। উজ্জ্বল হয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করেছেন।