T20 World Cup 2024: রোহিতদের কাছে হেরে বিদায়, বিশ্বকাপ ফাইনালে ভারতকেই সমর্থন করবে পাকিস্তান!

Team India: রোহিত শর্মার ভারতের কাছে হেরে এ বারের টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাবর আজমের পাকিস্তান। তারপরও এ বারের কুড়ি-বিশের বিশ্বকাপের ফাইনালে ভারতকেই সমর্থন করবে পাকিস্তান। কারণ, জানেন?

T20 World Cup 2024: রোহিতদের কাছে হেরে বিদায়, বিশ্বকাপ ফাইনালে ভারতকেই সমর্থন করবে পাকিস্তান!
T20 World Cup 2024: রোহিতদের কাছে হেরে বিদায়, বিশ্বকাপ ফাইনালে ভারতকেই সমর্থন করবে পাকিস্তান!Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 28, 2024 | 5:08 PM

কলকাতা: বিশ্বকাপ মানেই বিভিন্ন দলের কাছে বিরাট চাপ। সমস্ত চাপ কাটিয়ে, সেরা পারফরম্যন্স দিতে পারে যে টিমটা, তারাই হয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভালো পারফর্ম করতে পারেনি বাবর আজমের পাকিস্তান। টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেন বাবরের গ্রিন আর্মি। প্রথমে আমেরিকা, তারপর ভারতের (India) কাছে গ্রুপ পর্বে হারে পাকিস্তান। সেখানেই অনেকটা পিছিয়ে পড়ে বাবরের দল। গ্রুপ পর্বে পরের ২ ম্যাচ জিতেও কাজ হয়নি বাবর-শাহিনদের। রোহিতদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এ বার ফাইনালে ভারতকেই সমর্থন করবে পাকিস্তান। কারণ?

পাকিস্তান তো টি-২০ বিশ্বকাপের সুপার এইটে উঠতেই পারেনি। যা নিয়ে সমালোচনার শেষ নেই। সে দেশের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার এ বার মনে-প্রাণে চাইছেন ভারত জিতুক কুড়ি-বিশের বিশ্বকাপ। গত বছর ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল টিম ইন্ডিয়া। তার জন্য কষ্ট পেয়েছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সে কথা উল্লেখ করে প্রাক্তন পাক তারকা বলেন, ‘এই টুর্নামেন্ট জিতুক ভারত। আমি ভারতের পক্ষেই রয়েছি। গত বছর ভারত বিশ্বকাপ জেতেনি বলে আমার খুব খারাপ লেগেছিল। ভারত বিশ্বকাপ জেতার যোগ্য ছিল।’

প্রাক্তন পাক তারকা শোয়েব আখতার কেন ভারতকে সমর্থন করছেন? তার অন্যতম কারণ ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জন্যই বিশেষ করে শোয়েব চাইছেন, ভারতের ঝুলিতে আসুক বিশ্বকাপ ট্রফি। সংবাদসংস্থা এএনআইকে প্রাক্তন পাক তারকা শোয়েব আখতার বলেন, ‘রোহিত শর্মা বার বার বলেছে ও ট্রফি জিততে চায়। দলের জয়ে ছাপ রাখতে চায়। ও বিশ্বকাপ জেতার যোগ্য। রোহিত বড় মাপের প্লেয়ার এবং এই টুর্নামেন্টটা ওর জন্য ভালো ভাবেই শেষ হওয়া উচিত।’