IND VS CAN Preview: বিরাট কোহলির শেষ সুযোগ! কানাডার বিরুদ্ধে একাধিক পরিবর্তনের সম্ভাবনা

ICC MEN’S T20 WC 2024: আজ কানাডার বিরুদ্ধে ভারতের ম্যাচ ফ্লোরিডায়। আগের দিন এই মাঠেই মুখোমুখি হওয়ার কথা ছিল, বিশ্বকাপের অন্যতম আয়োজক আমেরিকা ও আয়ারল্যান্ডের। বৃষ্টির পূর্বাভাস ছিলই। বৃষ্টি থামলেও মাঠ রেডি করা যায়নি। যার ফলে ম্যাচ ভেস্তে গিয়েছে। ভারতের ম্যাচেও এমন সম্ভাবনা রয়েছে। ম্যাচ হলে বিরাট কোহলির কাছে ফর্মে ফেরার এটাই শেষ সুযোগ হতে পারে।

IND VS CAN Preview: বিরাট কোহলির শেষ সুযোগ! কানাডার বিরুদ্ধে একাধিক পরিবর্তনের সম্ভাবনা
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 15, 2024 | 3:34 AM

নিউ ইয়র্ক পর্ব দুর্দান্ত কেটেছে ভারতীয় দলের। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয়। গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে সুপার এইটও নিশ্চিত করেছে ভারত। লিগ পর্বে আজ শেষ ম্যাচ। ভারত তিনটি ম্যাচ জিতলেও একটা বড় চিন্তা তাড়া করছে টিম ম্যানেজমেন্টকে। ওপেনার বিরাট কোহলির ফর্ম। আইপিএলে ওপেন করেছেন বিরাট। দুর্দান্ত ছন্দে ছিলেন। বিশ্বকাপে অবশ্য সেই ফর্ম ধরে রাখতে পারেননি। তিন ম্যাচে সব মিলিয়ে খেলেছেন ৯ বল। রান করেছেন ৫। বিরাট কোহলির মতো বিশ্বের সেরা ব্যাটার এবং ম্যাচ উইনারের থেকে যা প্রত্যাশিত নয়। ব্যাটিং পজিশনে বদলই কি খারাপ ফর্মের কারণ? কানাডার বিরুদ্ধে আজই হয়তো শেষ সুযোগ বিরাট কোহলির।

আজ কানাডার বিরুদ্ধে ভারতের ম্যাচ ফ্লোরিডায়। আগের দিন এই মাঠেই মুখোমুখি হওয়ার কথা ছিল, বিশ্বকাপের অন্যতম আয়োজক আমেরিকা ও আয়ারল্যান্ডের। বৃষ্টির পূর্বাভাস ছিলই। বৃষ্টি থামলেও মাঠ রেডি করা যায়নি। যার ফলে ম্যাচ ভেস্তে গিয়েছে। ভারতের ম্যাচেও এমন সম্ভাবনা রয়েছে। ম্যাচ হলে বিরাট কোহলির কাছে ফর্মে ফেরার এটাই শেষ সুযোগ হতে পারে।

জাতীয় দলে সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলি সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন তিন নম্বরে ব্যাট করে। সুপার এইটের আগে ওপেন করতে নেমে বিরাট রান না পেলে টিম ম্যানেজমেন্ট ভাবতে বাধ্য হবে। হয়তো সুপার এইটে তাঁকে তিনেই খেলানো হতে পারে। ফর্মে ফিরলে হয়তো লিগ পর্বের পরিকল্পনাই ধরে রাখা হবে। ব্যাটিংয়ে তাই যাবতীয় নজর থাকবে বিরাট কোহলির দিকেই। কারণ, রিজার্ভ বেঞ্চে ওপেনিংয়ে বিকল্প হিসেবে রয়েছেন যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনও। এমনকি ওপেন করার অভিজ্ঞতা রয়েছে সূর্যকুমার যাদব, ঋষভ পন্থেরও। বাঁ হাতি কিপার ব্যাটার ঋষভ ছন্দে রয়েছেন। ফলে পাওয়ার প্লে-তে তাঁকে ব্যবহারের কথা ভাবতেই পারে টিম ম্যানেজমেন্ট।

নিয়মরক্ষার ম্য়াচে বোলিংয়ে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাকে। সিরাজ, অর্শদীপের পাশাপাশি পেস বোলিং বিকল্প হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে। ফলে বুমরাকে বিশ্রাম দিয়ে কুলদীপ যাদব কিংবা যুজবেন্দ্র চাহালের মতো রিস্ট স্পিনারকে দেখে নেওয়া হতে পারে।