ICC World Cup 2023: পিচ কেমন? নিরাপত্তা ছাড়াই ইডেনে রাহুল দ্রাবিড়!
ICC World Cup 2023, Rahul Dravid: টিকিটের খোঁজে গেটের বাইরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। চলছে বিক্ষোভও। তার মাঝেই ইডেনের উইকেট দেখতে চলে আসেন দ্রাবিড় আর তার সহকারীরা। ইডেন ছাড়ার সময় দ্রাবিড়কে ছুঁতে হামলে পড়ে আমজনতা। কোনওরকমে গাড়িতে ওঠেন ভারতীয় দলের কোচ। এদিকে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ যে ইডেনে আসছে, তা জানতই না স্থানীয় পুলিশ।
কলকাতা: রবিবারের অপেক্ষায় বাংলা তথা ভারতীয় ক্রিকেট প্রেমীরা। ঐতিহ্যের ইডেনে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তার ওপর সে দিন বিরাট কোহলির জন্মদিন। দুই বিধ্বংসী দলের ম্যাচ, কিং কোহলির জন্মদিন, কলকাতা ফের ক্রিকেট উৎসবের মেজাজে। রবিবারের অপেক্ষা বাড়ল আরও বেশি করে। এ দিনই কলকাতায় পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। অনুশীলনের কোনও প্রশ্নই নেই। ম্যাচের আগের দিন অর্থাৎ আগামী কাল পুরোদমে অনুশীলন সারবে ভারত-দক্ষিণ আফ্রিকা দু-দল। ইডেনের পিচ কেমন হবে, তা জানতে অবশ্য তর সইছিল না ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কনভয় ছাড়াই ইডেনে পৌঁছে যান ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় এবং সাপোর্ট স্টাফরা। বিমানবন্দর থেকে সোজা ইডেনে পিচ দেখতে চলে আসেন রাহুল দ্রাবিড়। সঙ্গী ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মাম্বরে ও ফিল্ডিং কোচ টি দিলীপ। দল যখন টিম হোটেলের পথে রওনা দেয় ঠিক তখনই সাপোর্ট স্টাফদের নিয়ে ইডেনের বাইশ গজের পথে রওনা দেন রাহুল দ্রাবিড় আর তার সহকারীরা। ইডেনের বাইরে সকাল থেকেই জমায়েত কয়েকশো মানুষ। টিকিটের খোঁজে গেটের বাইরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। চলছে বিক্ষোভও। তার মাঝেই ইডেনের উইকেট দেখতে চলে আসেন দ্রাবিড় আর তার সহকারীরা। ইডেন ছাড়ার সময় দ্রাবিড়কে ছুঁতে হামলে পড়ে আমজনতা। কোনওরকমে গাড়িতে ওঠেন ভারতীয় দলের কোচ। এ দিকে, টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ যে ইডেনে আসছে, তা জানতই না স্থানীয় পুলিশ। স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।
ইডেনে এ বারের বিশ্বকাপে একাধিক ম্যাচ হয়েছে। যদিও তথাকথিত বড় ম্যাচ রবিবারই। ভারত এখনও অবধি অপরাজিত। দক্ষিণ আফ্রিকা মাত্র একটি ম্যাচ হেরেছে। দু-দলের ব্যাটিং আক্রমণ বিধ্বংসী ফর্মে। ইডেনে চার-ছক্কার বন্যা দেখার প্রত্যাশায় ক্রিকেট প্রেমীরা। কেমন হবে পিচ? ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেন, ‘দুটো ম্যাচ হয়ে গেল। উইকেট তেমনই থাকছে। স্পোর্টিং উইকেট। ব্যাটার, বোলার সকলেই সাহায্য পাবে। তবে ক্রিকেটাররা কতটা সুবিধা তুলে নিতে পারবে সেটাই আসল। ওদের পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে। মহম্মদ সামির ঘরের মাঠ। নতুন করে ওকে কিছু বুঝতে হবে না। স্কোরবোর্ডে ৩০০ প্লাস রান ওঠার আশা রাখছি। শিশির নিরোধক স্প্রে বা ম্যাপিংয়ের ব্যবস্থাও থাকছে। যদিও গত দুটো ম্যাচে তার প্রয়োজন হয়নি।’