IND vs BAN Confirmed XI: ব্যাটিংয়ে ভারত, চিপকে রোহিত বেছে নিলেন ৩+২ বোলিং কম্বিনেশন
India vs Bangladesh 1st Test: রোহিত টস হারায় ব্যাটিংয়ের চ্যালেঞ্জই নিতে হল। টস জিতে পরিষ্কার বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তবে রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে আত্মবিশ্বাসী। বাংলাদেশের এক্সপ্রেস গতির পেসার নাহিদ রানাকে কী ভাবে সামলায় ভারতের ওপেনিং জুটি, সেটাই দেখার।
চিপকের পিচ সাধারণত এমন দেখা যায় না। সবুজের আভা। কিন্তু এখানকার গরম আবহাওয়াও ভাবনার বিষয়। সবুজের আভা দীর্ঘস্থায়ী হওয়া চাপের। তবে শুরুর দিকে পেসাররা সাহায্য পাবে এটুকু বলা যায়। বাংলাদেশ টস জিতলে ফিল্ডিং নেবে, এমনটাই প্রত্যাশা ছিল। তবে রোহিত টস জিতলে ব্যাটিং নিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাবে এমন সম্ভাবনাই ছিল। রোহিত টস হারায় ব্যাটিংয়ের চ্যালেঞ্জই নিতে হল। টস জিতে পরিষ্কার বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তবে রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে আত্মবিশ্বাসী। বাংলাদেশের এক্সপ্রেস গতির পেসার নাহিদ রানাকে কী ভাবে সামলায় ভারতের ওপেনিং জুটি, সেটাই দেখার।
প্রায় আট মাস পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হল বিরাট কোহলির। টেস্ট কেরিয়ারে ৯ হাজার রান, ৩০ সেঞ্চুরি এমন নানা মাইলফলকের সামনে বিরাট। তেমনই প্রত্যাবর্তন হল ঋষভ পন্থেরও। ২০২২ সালের ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ। অবশেষে গত আইপিএল দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে। টি-টোয়েন্টি এবং ওয়ান ডে-তে খেললেও টেস্টে প্রত্যাবর্তন হল অবশেষে।
ভারতের সামনে ১০ ম্যাচের ‘টেস্ট’। ঘরের মাঠে বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফি। পরিকল্পনা যেন পরিষ্কার। এখন শুধুমাত্র স্পিন সহায়ক পিচ নয়। বরং পেস সহায়ক পিচে খেলে বর্ডার-গাভাসকর ট্রফির মহড়া চালিয়ে যাওয়া। সে কারণেই বোলিং কম্বিনেশনে ৩+২ অঙ্কে ভারত অধিয়াক রোহিত। জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের সঙ্গে পেস আক্রমণে আকাশ দীপ। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট আকাশ দীপের। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।
ভারতের একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ
বাংলাদেশ একাদশ- শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ