T20 World Cup 2024: আমেরিকাকে মাপতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিতের ভারতের
IND vs USA Playing XI, T20 WC: চলতি টি-২০ বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে আজ আমেরিকার বিরুদ্ধে নামছে মেন ইন ব্লু। এ বারের বিশ্বকাপে আয়ারল্যান্ডের পর পাকিস্তান ম্যাচেও ভারতকে জিতিয়েছিলেন দলের বোলাররা। আমেরিকার বিরুদ্ধেও বোলারদের ওপরই ভরসা রাখলেন রোহিত। আজ কি টুর্নামেন্টে এখনও অপরাজিত আমেরিকাকে হারিয়ে সুপার এইটের টিকিট পাবে টিম ইন্ডিয়া?
কলকাতা: নিউ ইয়র্কের পিচ ফের একবার আলোচনায়। এই পিচে ব্যাটাররা চাপে পড়ছেন, কিন্তু বোলাররা স্বস্তি পাচ্ছেন। আজ, বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও একই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে আজ আমেরিকার বিরুদ্ধে নামছে মেন ইন ব্লু। এ বারের বিশ্বকাপে আয়ারল্যান্ডের পর পাকিস্তান ম্যাচেও ভারতকে (India) জিতিয়েছিলেন দলের বোলাররা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বুধবার বোলারদের ওপরেই আস্থা রাখলেন রোহিত। আজ কি টুর্নামেন্টে এখনও অপরাজিত আমেরিকাকে (USA) হারিয়ে সুপার এইটের টিকিট পাবে টিম ইন্ডিয়া? টস জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আমেরিকার বিরুদ্ধে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা।
টসের পর ভারত অধিনায়ক বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। পরিস্থিতি তাড়াতাড়ি বুঝে ম্যাচ মুঠোয় করতে হবে। সব সময় আমরা ধারাবাহিক ভাবে উন্নতি করতে চাই। এবং জয়ের ধারা বজায় রাখতে চাই। সঠিক জিনিসগুলো করা গুরুত্বপূর্ণ।’ এরপর রোহিতকে ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী পাক ম্যাচ নিয়ে প্রশ্ন করেন। উত্তরে রোহিত বলেন, ‘আমাদের পাকিস্তানের বিরুদ্ধে স্কোরবোর্ডে বেশি রান ছিল না। কিন্তু বোলাররা এসে আমাদের জিতিয়েছিল।’ শেষে রোহিত জানান, একই একাদশ নিয়ে আমেরিকার বিরুদ্ধে খেলবে আজ ভারতীয় টিম।
টসের পর মনাঙ্ক প্যাটেলের জায়গায় আমেরিকার স্ট্যান্ড ইন ক্যাপ্টেন অ্যারন জোন্স বলেন, ‘টস জিতলে আমরাও বোলিং বাছতাম। মনাঙ্ক প্যাটেলের বাঁ-কাঁধে চোট। তাই এই ম্যাচে তিনি নেই। আজ জয়ে নজর আমাদের। আমাদের ক্যাম্পের পরিস্থিতি ভালো।’ মার্কিন যুক্তরাষ্ট্রের একাদশে আজ দুই পরিবর্তন।
আমেরিকার বিরুদ্ধে ভারতের একাদশ -রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা অর্শদীপ সিং।
ভারতের বিরুদ্ধে আমেরিকার একাদশ – স্টিভেন টেলর, শায়ন জাহাঙ্গির, আদ্রিয়েস গউস, নীতীশ কুমার, অ্যারন জোন্স (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, হরমীত সিং, শ্যাজলি ভ্যান, জসদীপ সিং, সৌরভ নেত্রভালকর ও আলি খান।