IND vs AUS Test Series: অস্ট্রেলিয়ায় ফের দিন-রাতের টেস্ট ভারতের! সূচি নিশ্চিত করল অজি বোর্ড
India Tour of Australia: গত অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট সিরিজ শুরু হয়েছিল অ্যাডিলেডে। দিন-রাতের টেস্টে লজ্জাজনক ভাবে হেরেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানেই গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস।
অস্ট্রেলিয়া সফরের পূর্ণ সূচি প্রকাশ্যে। অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এর মধ্যে রয়েছে গোলাপি বলে দিন-রাতের টেস্টও! অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট ভারতের কাছে অস্বস্তির। গত অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট সিরিজ শুরু হয়েছিল অ্যাডিলেডে। দিন-রাতের টেস্টে লজ্জাজনক ভাবে হেরেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানেই গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস। এ বারও সেই মাঠেই দিন-রাতের টেস্ট খেলবে ভারত-অস্ট্রেলিয়া।
অ্যাডিলেড টেস্টে গত-বার শুরুটা হতাশায় হলেও মাহাকাব্যিক সিরিজ জিতেছিল তরুণ ভারত। বিরাট কোহলি প্রথম টেস্ট খেলেই দেশে ফিরেছিলেন। অজিঙ্ক রাহানের নেতৃত্বে সিরিজ জয় ভারতের। ঋষভ পন্থ, হনুমা বিহারি, সিরাজদের মতো একঝাঁক তরুণ ক্রিকেটার ভারতের জয়ে নায়ক। কার্যত ‘বি’ টিম নিয়েই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। ঘরের মাঠে গত বর্ডার-গাভাসকর ট্রফিও জিতেছে ভারত। এ বার অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজ।
এ বার সিরিজ শুরু হবে পারথে। পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট সিডনিতে। ১৯৯১-৯২ মরসুমের পর এই প্রথম ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। গত সিরিজগুলি হয়েছে চার ম্যাচের। পাঁচ ম্যাচের সিরিজ শুরু নভেম্বরের শেষ দিকে। দ্বিতীয় টেস্টটি দিন-রাতের।
অস্ট্রেলিয়া-ভারত পূর্ণ সূচি
প্রথম টেস্ট: ২২-২৬ নভেম্বর, পারথ
দ্বিতীয় টেস্ট: ৬-১০ ডিসেম্বর, অ্যাডিলেড (দিন-রাতের)
তৃতীয় টেস্ট: ১৪-১৮ ডিসেম্বর, ব্রিসবেন
চতুর্থ টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর, মেলবোর্ন
পঞ্চম টেস্ট: ৩-৭ জানুয়ারি, সিডনি