ISL 2023-24: ইডেনে নাইট শো, একদিন পিছিয়ে নববর্ষে মোহনবাগানের ম্যাচ!
IPL 2024, Mohun Bagan Super Giant: লখনউ সুপার জায়ান্টস সঞ্জীব গোয়েঙ্কার দল। আইপিএলের ম্যাচ থাকলে সেক্ষেত্রে যুবভারতীতে যাওয়া সম্ভব নয়। কারণ, মোহনবাগান-মুম্বই ম্যাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিগ শিল্ড নির্ণয়ক ম্যাচ হতে পারে। তাই এফএসডিএলের কাছে ম্যাচ পিছনোর আবেদন করে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলের সম্প্রচারকারী ওটিটি প্ল্যাটফর্মও চেয়েছিল ম্যাচটা পিছোতে।
কলকাতা: আইএসএলের সূচিতে হঠাৎই পরিবর্তন। বলা উচিত কি ফুটবলে থাবা বসাল ক্রিকেট? ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান-মুম্বই সিটি এফসি ম্যাচ ১৪ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ একদিন পিছিয়ে ১৫ তারিখ হবে। ওই দিনই ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ রয়েছে। তা হলে কি ক্রিকেটে পর্যাপ্ত পুলিশ দেওয়ার জন্যই কি ফুটবল ম্যাচ পিছিয়ে গেল? প্রশ্ন উঠছিল। তবে মোহনবাগান নিজেই চেয়েছে ১৪ এপ্রিলের বদলে ম্যাচটা পরদিন অর্থাৎ ১৫ তারিখ খেলতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
🚨 𝐅𝐈𝐗𝐓𝐔𝐑𝐄 𝐔𝐏𝐃𝐀𝐓𝐄 🚨#TheIslanders‘ final league match of #ISL10 against Mohun Bagan SG in Kolkata has now been rescheduled to 15 April, 2024 at 7:30pm 🗓️#MBSGMCFC #MumbaiCity #AamchiCity 🔵 pic.twitter.com/DQPQuYhBGJ
— Mumbai City FC (@MumbaiCityFC) March 26, 2024
১৪ তারিখ হওয়ার কথা ছিল মোহনবাগান-মুম্বই ম্যাচ। কিন্তু সেই ম্যাচ একদিন পিছিয়ে ১৫ তারিখ হবে। ওইদিনই ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ আছে। তাহলে কি ক্রিকেটে পর্যাপ্ত পুলিশ দেওয়ার জন্যই কি ফুটবল ম্যাচ পিছিয়ে গেল? প্রশ্ন উঠছিল। তবে মোহনবাগান নিজেই চেয়েছে ১৪ তারিখের বদলে ম্যাচটা পয়লা বৈশাখে খেলতে। কারণ লখনউ সুপার জায়ান্টস সঞ্জীব গোয়েঙ্কার দল। আইপিএলের ম্যাচ থাকলে সে ক্ষেত্রে যুবভারতীতে যাওয়া সম্ভব নয়। কারণ মোহনবাগান-মুম্বই ম্যাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিগ, শিল্ড নির্ণয়ক ম্যাচ হতে পারে। তাই এফএসডিএলের কাছে ম্যাচ পিছনোর আবেদন করে মোহনবাগান সুপার জায়েন্ট। আইএসএলের সম্প্রচারকারী ওটিটি প্ল্যাটফর্মও চেয়েছিল ম্যাচটা পিছোতে। ভিউয়ারশিপে না হলে অসুবিধা হত। সবদিক দেখেই একদিন পিছিয়ে দেওয়া হল মোহনবাগান-মুম্বই আইএসএলের ম্যাচ।
পুলিশি অনুমতি অবশ্যই একটা ফ্যাক্টর। অতীতেও দেখা গিয়েছে, পুজোর ছুটিতে পর্যাপ্ত পুলিশের অভাবে বড় ম্যাচ পিছিয়ে যেতে। এমনকি ব্রিগেড সমাবেশের কারণে শেষ ডার্বি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। যদিও পুজোর ছুটিতে ইডেনে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত নিয়ে কোনও সমস্যাই হয়নি। এ ক্ষেত্রেও মনে করা হয়েছিল, হয়তো আইপিএলের ম্যাচের কোপ পড়ল আইএসএলে। কিন্তু না। ম্যাচটি পিছনোর আবেদন করেছিল মোহনবাগান সুপার জায়েন্টই।