IPL 2024: ফিটনেস প্রসঙ্গে কড়া পদক্ষেপ এনসিএর, এই IPLএ কি সূর্য উঠবে?
IPL, Mumbai Indians: ব্যাপারটা খুলেই বলা যাক। রোহিত শর্মাকে সরিয়ে এ বারের আইপিএলে টিমের ক্যাপ্টেন হয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর পুরনো টিম গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারতে হয়েছে। তাতে হার্দিককে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে। সেখান থেকে বেরোতে হলে পুরো টিম হাতে চাইবেন হার্দিক। আপাতত যা পরিস্থিতি, তাতে সূর্যকুমার যাদবকে কবে পাবে মুম্বই, তা বলা যাচ্ছে না। সেই ডিসেম্বর থেকে মাঠের বাইরে সূর্য। আইপিএলে নামা জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিং করছেন।
কলকাতা: একে আত্মপ্রকাশেই হারতে হয়েছে প্রথম ম্যাচ। হার্দিক পান্ডিয়ার জন্য আজও খারাপ খবর অপেক্ষা করে রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সকে যদি আইপিএল জিততে হয়, তা হলে টিমে এমন একজন ফিনিশার দরকার, যিনি শেষ দিকে নেমে ঝড় বইয়ে দেবেন। বিপক্ষের ছক গোলমাল করে দেবেন। স্কোরবোর্ডে দ্রুত ২০০ পার করে দেবেন টিমকে। হার্দিকের দলে তেমন প্লেয়ার থাকলেও তাঁকে এ বারের আইপিএলে কবে পাওয়া যাবে, আদৌ পাওয়া যাবে কিনা, তা নিয়ে প্রবল সংশয় তৈরি হল। আরও ভালো করে বললে, এ বারের আইপিএলে মুম্বইয়ে ‘সূর্য’ উঠবে কিনা, তা নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ব্যাপারটা খুলেই বলা যাক। রোহিত শর্মাকে সরিয়ে এ বারের আইপিএলে টিমের ক্যাপ্টেন হয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর পুরনো টিম গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারতে হয়েছে। তাতে হার্দিককে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে। সেখান থেকে বেরোতে হলে পুরো টিম হাতে চাইবেন হার্দিক। আপাতত যা পরিস্থিতি, তাতে সূর্যকুমার যাদবকে কবে পাবে মুম্বই, তা বলা যাচ্ছে না। সেই ডিসেম্বর থেকে মাঠের বাইরে সূর্য। আইপিএলে নামা জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিং করছেন তিনি। প্রথম ফিটনেস পরীক্ষায় ফেল করেছিলেন। দ্বিতীয় ফিটনেস টেস্ট ছিল ২১ মার্চ। তাতেও সন্তোষজনক ফল নয় সূর্যর। যে কারণে ফিটনেস সার্টিফিকেট এখনও হাতে পাননি মুম্বইয়ের ক্রিকেটার।
ফিটনেসের ব্যাপারে কড়া মনোভাব নিয়েছে বোর্ড। গত কয়েক বছরে বারবার চোটে পড়েছেন ভারতীয় টিমের একাধিক ক্রিকেটার। লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামি, শ্রেয়স আইয়ার এবং সূর্যকুমার যাদব রয়েছেন সেই তালিকায়। এতে টিমকে খেসারত দিতে হয়েছে। এতেই উঠেছে প্রশ্ন। হয় এই ক্রিকেটাররা পুরোপুরি ফিট না হয়েই মাঠে নেমে পড়ছেন, অথবা এঁদের চোট প্রবণতা বেড়েছে। তাতেও থাকছে প্রশ্ন, চোট প্রবণতা যদি বাড়ে, সেই মতো ব্যবস্থা কেন নেওয়া হয়নি। সূর্যের চোটের হাল এখনও খুব একটা ভালো নয়। ফলে আর যাই হোক না কেন, আগামী কাল সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে খেলতে পারবেন না সূর্য। ১ এপ্রিলের রাজস্থান ম্যাচে খেলবেন?