একদিনের লড়াইয়ের আগে অজিদের অনুশীলনের ঝলক
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। শুক্রবার থেকে শুরু ডনের দেশে লড়াই শুরু কোহলি-ফিঞ্চের। কোহলি-বুমরাদের মোকাবিলা করার আগে সিডনিতে কঠোর অনুশীলনে ব্যস্ত অজিরা (Aussie)। বিরাটবাহিনীর অনুশীলনের ঝলক অনেক আগেই দেখা গিয়েছিল। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজের আগে এবার দেখা গেল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অনুশীলনের ঝলক।
Most Read Stories