India vs Australia Live Score, 1st Test 2023, Day 3: স্পিন জাদুতে উড়ে গেল অস্ট্রেলিয়া, তৃতীয় দিনেই নাগপুর টেস্টে জয় ভারতের
India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) প্রথম টেস্ট (1st Test) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
নাগপুর: পিচ নিয়ে হইচই সার। নাগপুরের যে উইকেটে ভারতীয় ব্যাটাররা দাপটের সঙ্গে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি হাঁকালেন সেখানে প্রথম ইনিংসে ১৭৭ ও দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। ২২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের স্পিন জাদুতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ইনিংস। সর্বাধিক ৫টি উইকেট নিয়ে অজিদের ব্যাটিং লাইন আপে ধস নামালেন অশ্বিন। দুটি করে উইকেট জাডেজা ও সামির। দ্বিতীয় ইনিংসে ৫১ বলে সর্বাধিক ২৫ রান স্টিভ স্মিথের। স্পিন ঘূর্ণিতে নাগপুর টেস্টে তৃতীয় দিনেই অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিল ভারত। ইনিংস ও ১৩২ রানের ব্যবধানে জয়। চার ম্যাচের টেস্ট ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
Key Events
নাগপুর টেস্টে এক ইনিংস ও ১৩২ রানের বড় ব্যবধানে জিতল ভারত।
প্রথম ইনিংসে পাঁচটি উইকেট ও দ্বিতীয় ইনিংসে ২টি। একইসঙ্গে ৭০ রানের ইনিংস। ছয়মাস পর প্রত্যাবর্তনেই নাগপুর টেস্টে সেরার পুরস্কার উঠল রবীন্দ্র জাডেজার হাতে।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস
১. নাগপুরে এক ইনিংস ও ১৩২ রানে জিতল ভারত।
২. চার ম্যাচের টেস্ট ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
৩. দ্বিতীয় ইনিংসে ৯১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
৪. ৫১ বলে সর্বাধিক ২৫ রান স্টিভ স্মিথের।
৫. সর্বাধিক পাঁচটি উইকেট রবিচন্দ্রন অশ্বিনের।
৬. দুটি উইকেট রবীন্দ্র জাডেজার।
-
ইনিংসে জিতল ভারত
এক ইনিংস এক ১৩২ রানের বড় ব্যবধানে নাগপুর টেস্ট জিতল ভারত। ভারতীয় স্পিনারদের দাপটে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়া। স্কট বোল্যান্ডকে সামি ফেরাতেই ৯১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
-
-
৯ উইকেট হারাল অস্ট্রেলিয়া
নবম উইকেট হারাল অস্ট্রেলিয়া। নাথান লিয়ঁকে (৮) ফেরালেন মহম্মদ সামি। ৮৮ রান অস্ট্রেলিয়ার। ক্রিজে অসহায় স্টিভ স্মিথ।
-
অক্ষর ফেরালেন মার্ফিকে
আট উইকেট হারাল অস্ট্রেলিয়া। টড মার্ফির উইকেট নিলেন অক্ষর প্যাটেল। ৮ উইকেট হারিয়ে ৭৭ রান অস্ট্রেলিয়ার।
-
ফিরলেন অধিনায়ক কামিন্স
১ রান করে যাওয়া আসার খাতায় নাম লেখালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। রবীন্দ্র জাডেজার বলে আউট কামিন্স। ৬৭ রানে ৭ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
-
-
অশ্বিনের পাঁচ উইকেট
নাগপুরে দুরন্ত অশ্বিন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পকেটে পুরলেন তামিলনাড়ুর অফস্পিনার। উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারিকে (১০) আউট করতেই পঞ্চম উইকেট পূর্ণ হয়ে যায় অশ্বিনের। অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেট হারিয়ে ৬৫ রান। সবকটি উইকেট স্পিনারদের।
-
চতুর্থ উইকেট অশ্বিনের
পিটার হ্যান্ডসকম্বকে (৬) এলবিডব্লিউ রবিচন্দ্রন অশ্বিনের। চতুর্থ উইকেট নিলেন তিনি। ৫২ রানে ৫ উইকেট হারাল অজিরা।
-
রেনশকে ফেরালেন অশ্বিন
অশ্বিনের ঘূর্ণিতে বেসামাল অস্ট্রেলিয়া। চোটের আতঙ্ক কাটিয়ে মাঠে নামা ম্যাট রেনশকে (২) এলবিডব্লিউ করেন অশ্বিন। তৃতীয় উইকেট অশ্বিনের। অস্ট্রেলিয়া ৪২ রানে হারাল ৪ উইকেট।
-
ফিরলেন ওয়ার্নার
খোয়াজার পর অপর ওপেনার ডেভিড ওয়ার্নারও ফিরলেন অশ্বিনের বলে। ৪১ বলে ১০ রান ওয়ার্নারের। ১৩.৫ ওভারে অজিদের স্কোর ৩৪/৫।
-
আউট ল্যাবুশেন
মার্নাস ল্যাবুশেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন রবীন্দ্র জাডেজা। ২ উইকেট হারিয়ে ২৬ রান অস্ট্রেলিয়ার।
-
সাজঘরে খোয়াজা
অস্ট্রেলিয়াকে শুরুতেই ঝটকা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দলীয় ৮ রানে বিরাটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ওপেনার উসমান খোয়াজা (৫)। ২.৩ ওভারে ৮/১ অস্ট্রেলিয়ার।
-
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শুরু
২২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং করতে নামল অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। বল হাতে মহম্মদ সামি।
-
নাগপুরে মধ্যাহ্নভোজ বিরতি
নাগপুরে মধ্যাহ্নভোজ বিরতি। দেখে নেওয়া যাক তৃতীয় দিনের প্রথম সেশনে কী কী ঘটল
১. অস্ট্রেলিয়ার ১৭৭ রানের জবাবে প্রথম ইনিংসে ৪০০ রান তুলেছে ভারত
২. প্রথম ইনিংসে ২২৩ রানের লিড ভারতের
৩. দিনের প্রথমেই ৭০ রান করে টড মার্ফির বলে আউট হন রবীন্দ্র জাডেজা
৪. মহম্মদ সামিকে নিয়ে লড়াই চালাতে থাকেন অক্ষর প্যাটেল
৫. ৩টি ছক্কা ও ৪টি ছয়ে ৪৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন সামি
৭. অক্ষরের ৮৪ রানের অনবদ্য ইনিংস
৮. তৃতীয় দিন দুটি উইকেট নেন টড মার্ফি। একটি প্যাট কামিন্স
৯. অভিষেক টেস্টে এক ইনিংসে সাতটি উইকেট নিলেন অজি স্পিনার মার্ফি
-
আউট অক্ষর
অক্ষর প্যাটেলকে আউট হতেই নাগপুরে প্রথম ইনিংস শেষ হল ভারতের। অস্ট্রেলিয়ার ১৭৭ রানের জবাবে একটি শতরান ও দুটি অর্ধশতরানে ৪০০ রান ভারতের। লিড ২২৩ রানের।
-
ভারতের স্কোর ৪০০
অক্ষর প্যাটেল-মহম্মদ সিরাজের ব্যাটে নাগপুরে প্রথম ইনিংসে ৪০০ রান ছুঁল ভারত। লিড ২২৩ রানের।
-
আউট সামি
সামিকে সাজঘরে ফেরালেন টড মার্ফি। ৩টি ছয় ও দুটি চার হাঁকিয়ে ৪৭ বলে ৩৭ রান। ভারত হারল নবম উইকেট। রান ৩৮০। ক্রিজে মহম্মদ সিরাজ। ৭০ রানে ব্যাট করছেন অক্ষর প্যাটেল। সপ্তম উইকেট পেলেন মার্ফি।
-
পরপর ছক্কা সামির
টি-২০ মেজাজে দেখা যাচ্ছে মহম্মদ সামিকে। টড মার্ফির বলে ১৩০তম ওভারে ব্যাক টু ব্যাক ছক্কা হাঁকালেন বাংলার পেসার।
-
৩৫০-র গণ্ডি পার ভারতের
নাগপুরে প্রথম ইনিংসে ৩৫০ রানের গণ্ডি পার ভারতের। ৬৩ রানে ব্যাট করছেন অক্ষর প্যাটেল এবং ১৬ রানে মহম্মদ সামি। এ পর্যন্ত ১৭৫ রানের লিড ভারতের।
-
ফিরলেন জাডেজা
জাডেজাকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য টড মার্ফির। ৭০ রানে ফিরলেন জাড্ডু। ভারতের স্কোর ৮ উইকেট হারিয়ে ৩২৮। ডেবিউট্যান্ট মার্ফির ষষ্ঠ উইকেট এটি। ক্রিজে মহম্মদ সামি।
-
জাড্ডু-অক্ষরের লড়াই
যতটা সম্ভব লিড বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন জাডেজা ও অক্ষর দু’জনই।
-
তৃতীয় দিনের খেলা শুরু
শুরু হল নাগপুর টেস্টের তৃতীয় দিনের খেলা। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা এবং অক্ষর প্যাটেল। আজ বড় স্কোর গড়ার সুযোগ রয়েছে দুই অলরাউন্ডারের সামনে।
-
কত মার্কস পেলেন রাহুল-অক্ষর?
বিয়ের পরই ন্যাশনাল ডিউটি। সাময়িক বিরতি শেষে ২২ গজে ফিরে কতটা কামাল দেখাতে পারলেন তাঁরা?
পড়ুন বিস্তারিত: বিয়ের পর প্রথম ম্যাচ, ২২ গজে ফিরে রাহুল-অক্ষররা কত মার্কস পেলেন?
-
এত খারাপ আউট!
টড মার্ফির বলে বিরাট কোহলির আউট নিয়ে সমালোচনার ঝড়
পড়ুন বিস্তারিত: টেস্ট ক্রিকেটের ‘শিশু’র শিকার কোহলি! এমন ‘খারাপ’ আউটও হওয়া যায়?
-
জাডেজার জবাব
নাগপুরে কি আরও একটা সেঞ্চুরির দেখা মিলবে?
ব্যথার মলম লাগানোয় বল বিকৃতির অপবাদ! ব্যাটে অজিদের জবাব জাড্ডুর
Published On - Feb 11,2023 8:30 AM