India vs Australia, 4th Test 2023, Day 2 Highlights: আমেদাবাদ টেস্টে অ্যাডভান্টেজে অজিরা, দ্বিতীয় দিনের শেষে ভারত ৩৬/০
India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) চতুর্থ টেস্ট (4th Test) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
আমেদাবাদ: বর্ডার গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ টেস্ট চলছে। আমেদাবাদ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথম দিন পুরো ৯০ ওভারই ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে অজিদের স্কোর ছিল ২৫৫/৪। দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনও উইকেট পায়নি ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৯২ রান স্কোরবোর্ডে যোগ করে ক্যাঙ্গারুরা। প্রথম দিন সেঞ্চুরি করেছিলেন উসমান খোয়াজা। দ্বিতীয় দিন আর এক অজি ক্রিকেটার, ক্যামেরন গ্রিনও সেঞ্চুরি করেন। দ্বিতীয় সেশনে ৩টি উইকেট পায় ভারত। তৃতীয় সেশনে আসে বাকি ৩টি উইকেট। স্কোরবোর্ডে ৪৮০ রান তুলে অলআউট হয় অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে মোট ৬টি উইকেট নিয়েছেন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন। ক্যাঙ্গারুদের হয়ে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে সর্বাধিক রান করেছেন উসমান খোয়াজা (১৮০)। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শুরু হয়। ১০ ওভারের খেলার শেষে বিনা উইকেটে তুলেছে ৩৬ রান। দ্বিতীয় দিনের শেষে ২৭ বলে ১৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন শুভমন গিল। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা অপরাজিত রয়েছেন ৩৩ বলে ১৭ রানে। দিনের শেষে ৪৪৪ রানে পিছিয়ে রয়েছে ভারত। বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের লাইভ আপডেটের হাইলাইটস দেখুন TV9Bangla-র এই লাইভব্লগে।
LIVE Cricket Score & Updates
-
দ্বিতীয় দিনের খেলা শেষ
- আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ।
- ভারত প্রথম ইনিংসের ১০ ওভারের খেলা শেষে বিনা উইকেটে তুলেছে ৩৬ রান।
- দ্বিতীয় দিনের শেষে ২৭ বলে ১৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন শুভমন গিল।
- চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা অপরাজিত রয়েছেন ৩৩ বলে ১৭ রানে।
- দিনের শেষে ৪৪৪ রানে পিছিয়ে রয়েছে ভারত।
-
১০ ওভার শেষে ভারত ৩৬/০
- ভারতের প্রথম ইনিংসের ১০ ওভারের খেলা শেষ
- প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৬ রান তুলেছে টিম ইন্ডিয়া
-
-
বল খোঁজা নিয়ে নাটক চলছে
৯.২ ওভারে শুভমন গিল বাউন্ডারি হাঁকান। সেই বল সাইড স্ক্রিনের ওপর দিয়ে চলে যায়। যা খুঁজতে সেখানে গিয়ে হাজির হন এক দর্শক। বল পেতে দেরি হতে থাকায় মাঠে নতুন বল অজি বোলারের হাতে তুলে দেন আম্পায়াররা। একইসঙ্গে সেই দর্শককে বল খোঁজা বন্ধ করে নেমে যেতে বলেন সকলে। বেশ কিছুক্ষণ পর সেই বল খুঁজে পান ওই দর্শক।
The ball has been found!#INDvAUS pic.twitter.com/pon7ckigiX
— cricket.com.au (@cricketcomau) March 10, 2023
-
৩ ওভার শেষে ভারত ১৪/০
- ভারতের প্রথম ইনিংসের ৩ ওভারের খেলা শেষ
- শুরুর ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৪ রান করেছে ভারতের ওপেনিং জুটি
-
ভারতের প্রথম ইনিংস শুরু
- আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন ১০ ওভার অবধি খেলার সুযোগ পাবে ভারত।
- ৪৮০ রানে অজিদের প্রথম ইনিংস শেষ হয়েছে।
- টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শুরু হয়ে গেল।
- ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও শুভমন গিল।
-
-
৪৮০ রানে থামল অজিদের প্রথম ইনিংস
- ১৬৭.২ ওভারের মাথায় থামল অজিদের প্রথম ইনিংস।
- স্কোরবোর্ডে ৪৮০ রান তুলে অলআউট হল অস্ট্রেলিয়া।
- আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ৩টি উইকেট পেয়েছে ভারত।
- অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে মোট ৬টি উইকেট নিয়েছেন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন।
- টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট নিয়েছেন মহম্মদ সামি (২টি)।
- অজিদের হয়ে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে সর্বাধিক রান করেছেন উসমান খোয়াজা (১৮০)।
- অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বাধিক রান এসেছে ক্যামেরন গ্রিনের ব্যাটে (১১৪)।
-
মার্ফিকে ফেরালেন অশ্বিন
টড মার্ফির উইকেট তুলে নিয়ে নিজের ফাইফার (৫ উইকেট) পূর্ণ করলেন অশ্বিন। ৬১ বলে ৪১ রান করে মাঠ ছাড়লেন মার্ফি। এটিই মার্ফির টেস্ট কেরিয়ারের সর্বাধির রান।
-
১৬৫ ওভারে অস্ট্রেলিয়া ৪৭৯/৮
- নাথান লিয়ঁ ও টড মার্ফির জুটিতে এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া।
- অজিদের ইনিংসের ১৬৫ ওভারের খেলা শেষ।
- এই ১৬৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৭৯ রান তুলেছে অজিরা।
- ইতিমধ্যেই লিয়ঁ-মার্ফি জুটির ৭০ রানের পার্টনারশিপ হয়ে গিয়েছে।
- কেরিয়ারের চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমে ব্যাট হাতেও দারুণ পারফর্ম করছেন অফ-স্পিনার টড মার্ফি।
-
মার্ফি-লিয়ঁ জুটির ৫০ রানের পার্টনারশিপ
১৬০.২ ওভারে আমেদাবাদে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন টড মার্ফি এবং নাথান লিয়ঁর ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।
-
ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেও রেকর্ড গড়লেন খোয়াজা
ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি (৪২২ বল) বলের ইনিংস খেলা অজি ক্রিকেটার হলেন উসমান খোয়াজা।
Usman Khawaja's 422-ball innings: The longest ever by an Australian in India ? #INDvAUS pic.twitter.com/cSuo7boZqQ
— 7Cricket (@7Cricket) March 10, 2023
-
চা বিরতির পর খেলা শুরু
খোয়াজাকে ফেরালেন অক্ষর
চা বিরতির পর খেলা শুরু হতেই প্রথম বলে উসমান খোয়াজার উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। ১৮০ রান করে মাঠ ছাড়লেন অজি ওপেনার। ফিল্ড আম্পায়ার নীতিন মেনন খোয়াজাকে আউট দেননি। চা বিরতির পর মাঠে নামেননি রোহিত। তাই রোহিত মাঠের বাইরে থাকায় ডিআরএস নেন চেতেশ্বর পূজারা। রিভিউ নিয়ে সফল হয় ভারত।
-
চা বিরতি
আমেদাবাদে চা বিরতি। ১৪৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৪০৯। দ্বিশতরানের দিকে এগোচ্ছেন উসমান খোয়াজা। দ্বিতীয় সেশন থেকে ৩টি উইকেট পেলেন ভারতীয় বোলাররা।
-
১৪৫ ওভারে অস্ট্রেলিয়া ৪০৬/৭
আমেদাবাদ টেস্টের দ্বিতীয় সেশনে এখনও অবধি ৩টি উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৪৫ ওভারের পর অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৪০৬।
-
অজিদের দলগত ৪০০ রান পূর্ণ
১৪০.১ ওভারের মাথায় অস্ট্রেলিয়ার দলগত ৪০০ রান পূর্ণ হল। ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা ও নাথান লিয়ঁ।
-
মিচেল স্টার্ক আউট
মিচেল স্টার্কের উইকেট তুলে নিয়ে অজিদের সপ্তম ধাক্কা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০ বল খেলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়লেন স্টার্ক।
-
১৩৫ ওভারে অস্ট্রেলিয়া ৩৮৭/৬
- আমেদাবাদে চলছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা
- অজিরা প্রথম ইনিংসে ১৩৫ ওভার খেলেছে
- ১৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ৩৮৭
- ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা ও মিচেল স্টার্ক
-
এক ওভারে জোড়া উইকেট হারাল অস্ট্রেলিয়া
১৩১তম ওভারে জোড়া উইকেট হারাল অস্ট্রেলিয়া। এক ওভারে রবিচন্দ্রন অশ্বিন তুলে নিলেন দুরন্ত ছন্দে থাকা ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারির উইকেট। ১১৪ রান করে মাঠ ছেড়েছেন গ্রিন। রানের খাতা খুলতে পারেননি ক্যারি।
-
গ্রিন-খোয়াজার ২০০ রানের পার্টনারশিপ পূর্ণ
আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন, ১২৪.৬ ওভারে ক্যামেরন গ্রিন ও উসমান খোয়াজার ২০০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।
-
আমেদাবাদে দুরন্ত সেঞ্চুরি ক্যামেরন গ্রিনের
দ্বিতীয় দিন ভারতীয় শিবিরে উপর পাহাড়প্রমাণ চাপ বাড়িয়ে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ক্যামেরন গ্রিন।
পড়ুন বিস্তারিত – IND vs AUS, BGT 2023 : আমেদাবাদে সেঞ্চুরি ক্যামেরন গ্রিনের, দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত উইকেটহীন ভারত!
-
গ্রিনের সেঞ্চুরি
আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শুরু হতেই সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন অজি তারকা ক্যামেরন গ্রিন। ১৪৩ বলে সেঞ্চুরি করলেন গ্রিন। রবীন্দ্র জাডেজার বলে ৪ মেরে শতরান পূর্ণ হল গ্রিনের। এটি গ্রিনের টেস্ট কেরিয়ারে প্রথম শতরান।
-
অস্ট্রেলিয়া ১২০ ওভারে ৩৪৯/৪
সেঞ্চুরির সামনে গ্রিন
অজিদের প্রথম ইনিংসের ১২০ ওভারের খেলা শেষ। এই ১২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৯ রান তুলেছে অস্ট্রেলিয়া। উসমান খোয়াজা ব্যাট করছেন ১৫১ রানে। ক্যামেরন গ্রিন রয়েছেন ৯৬ রানে। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে গ্রিন।
-
চতুর্থ টেস্টের দ্বিতীয় সেশন শুরু
- লাঞ্চ বিরতির পর ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শুরু
- ক্রিজে উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন
- লাঞ্চের পর বল হাতে দ্বিতীয় সেশন শুরু করলেন রবীন্দ্র জাডেজা
-
আমেদাবাদে লাঞ্চ বিরতি
- আমেদাবাদে লাঞ্চ বিরতি।
- লাঞ্চ বিরতিতে অজিদের স্কোর ৪ উইকেটে ৩৪৭।
- দ্বিতীয় দিনের প্রথম সেশনে একটিও উইকেট তুলে নিতে পারেননি ভারতের বোলাররা।
- আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৯২ রান স্কোরবোর্ডে যোগ করেছেন অজিরা।
- ১১৯ ওভার শেষে উসমান খোয়াজা অপরাজিত রয়েছেন ১৫০ রানে।
- খোয়াজার সঙ্গে ৯৫ রানে অপরাজিত রয়েছেন ক্যামেরন গ্রিন।
-
খোয়াজার ১৫০ রান পূর্ণ
১১৬.৫ ওভারে ব্যক্তিগত ১৫০ রান পূর্ণ করে ফেললেন উসমান খোয়াজা। ৩৪৬ বলে দেড়শো রান করলেন অজি ওপেনার।
-
অজিদের প্রথম ইনিংসের ১১৫ ওভারের খেলা শেষ
- আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনের খেলা এগিয়ে নিয়ে চলেছেন উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন জুটি।
- অজিদের প্রথম ইনিংসের ১১৫ ওভার শেষে স্কোর ৩২৮/৪।
-
১২৫ বল খেলে ক্যামেরন গ্রিন করেছেন ৮৩ রান।
-
অজি ওপেনার উসমান খোয়াজা ৩৪০ বল খেলে করেছেন ১৪৩ রান।
- ভারতের সামনে ইতিমধ্যেই বেশ বড় রানের টার্গেট ঝুলিয়ে দেওয়ার পথে এগোচ্ছে ক্যাঙ্গারুরা।
-
অজিদের দলগত ৩০০ রান পূর্ণ
- আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ইনিংস চলছে।
- বড় রানের টার্গেট দেওয়ার জন্য এগিয়ে চলেছে অজিরা।
- ১০৭.৬ ওভারে অস্ট্রেলিয়ার দলগত ৩০০ রান পূর্ণ।
-
খোয়াজা-গ্রিন জুটি ভাঙতেই পারছেন না ভারতের বোলাররা
- আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন দুরন্ত ছন্দে রয়েছে খোয়াজা-গ্রিন জুটি।
- এই জুটিকে কোনওভাবেই ভাঙতে পারছেন না উমেশ-অশ্বিনরা।
- অজিদের প্রথম ইনিংসের ১০৬ ওভারের খেলা শেষ।
- ১০৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৫ রান তুলেছে অজিরা।
-
মাতৃহারা কামিন্স
দীর্ঘদিন স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স। অবশেষে কামিন্সের মায়ের সেই লড়াই থেমে গেল।
পড়ুন বিস্তারিত – Pat Cummins: সিরিজের মাঝেই মাকে হারালেন অজি অধিনায়ক, শ্রদ্ধা জানালেন সতীর্থরা
-
জমজমাট খোয়াজা-গ্রিন জুটি
১০০.৩ ওভারে উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন জুটির ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।
-
১০০ ওভারে অস্ট্রেলিয়া ২৬৯/৪
- অজিদের প্রথম ইনিংসের ১০০ ওভারের খেলা শেষ
- ১০০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে অজিরা তুলেছে ২৬৯ রান
- ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন
-
কালো আর্মব্যন্ড পরে খেলছেন অজিরা
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তাঁর মাকে হারালেন। কামিন্সের মাকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যন্ড পরে আজ, আমেদাবাদে খেলছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
-
মাকে হারালেন কামিন্স
বিসিসিআই এবং অজি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের মায়ের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করা হয়েছে।
On behalf of Indian Cricket, we express our sadness at the passing away of Pat Cummins mother. Our thoughts and prayers are with him and his family in this difficult period ?
— BCCI (@BCCI) March 10, 2023
-
গ্রিনের হাফসেঞ্চুরি
আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ক্যামেরন গ্রিন। প্রথম দিনের শেষে ৪৯ রানে অপরাজিত ছিলেন গ্রিন।
-
আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু
শুরু হল আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা।
-
BGT-তে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের প্রথম দিনের ম্যাচ রিপোর্টে চোখ বুলিয়ে নিন
ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের প্রথম দিনের বিস্তারিত রিপোর্ট পড়ুন – IND vs AUS, BGT 2023 : শুরুতে ক্যাচ মিস, সামির জোড়া উইকেট; খোয়াজার শতরানে অস্বস্তি ভারতীয় শিবিরে
-
আমেদাবাদ টেস্টের প্রথম দিন কেন মাত্র ৪ উইকেট পেলেন ভারতের বোলাররা?
আমেদাবাদ টেস্টের প্রথম দিনের শেষে প্রেস কনফারেন্সে কী কী বললেন ভারতের বোলিং কোচ ও শতরান করা অজি ওপেনার উসমান খোয়াজা?
পড়ুন বিস্তারিত – IND vs AUS : প্রথম দিন মাত্র ৪ উইকেট, কী বলছেন ভারতের বোলিং কোচ?
-
প্রথম দিনের শেষে ম্যাচের অবস্থা কেমন ছিল?
প্রথম দিনের শেষে অজিদের স্কোর ২৫৫/৪। চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে ১০৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন খোয়াজা। তাঁর পাশাপাশি ৪৯ রানে অপরাজিত রয়েছেন ক্যামেরন গ্রিন।
Published On - Mar 10,2023 8:30 AM