IND vs ENG 3rd Test Day 3 Highlights: খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগে তৃতীয় দিনের খেলা শেষ

| Edited By: | Updated on: Aug 27, 2021 | 10:54 PM

India vs England 3rd Test Day 3 Live Score: লিডসে তৃতীয় টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

IND vs ENG 3rd Test Day 3 Highlights: খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগে তৃতীয় দিনের খেলা শেষ
সৌজন্যে-টুইটার

হেডিংলে স্টেডিয়ামে (Headingley Stadium) আজ তৃতীয় টেস্টের (3rd Test) তৃতীয় দিনের খেলা ছিল। জো রুটের ইংল্যান্ডের (England) মুখোমুখি বিরাট কোহলির ভারত (India)। তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যে পিচ দেখে বোলিং বাছার কথা, সেখানে কোহলির ব্যাটিংয়ের সিদ্ধান্ত চমকে দেয় সকলকে। তারপর তো টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরম্যান্সে ছিল আরও বড়সড় চমক। তৃতীয় টেস্টের (3rd Test) প্রথম দিনই হয় ভারতের ব্যাটিং ভরাডুবি। সকলকে চমকে দিয়ে ৭৮ রানে থেমে যায় ভারতের প্রথম ইনিংস। অন্যদিকে ৪৩২ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। তৃতীয় দিন শুরু হয় ভারতের দ্বিতীয় ইনিংস। ধীরে ধীরে ম্যাচে ফিরছে কোহলির ভারত।

এক নজরে তৃতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংস: দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই সতর্ক হয়ে খেলা শুরু করেন ভারতের ওপেনিং জুটি। কিন্তু লাঞ্চ বিরতির ঠিক আগে, শেষ বলেই প্রথম সাফল্য পায় রুটব্রিগেড। ৮ রান করে সাজঘরে ফেরেন ভারত ওপেনার কেএল রাহুল। ৭টি চার ও ১টি ছয় দিয়ে ৫৯ রানে সাজানো ছিল ভারতের আর এক ওপেনার রোহিত শর্মার ইনিংস। খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগে তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেট ২১৫। এখনও পর্যন্ত ১৩৯ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (৯১*) ও বিরাট কোহলি (৪৫*)।

ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট পেয়েছেন ওলি রবিনসন ও ক্রেইগ ওভার্টন।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 27 Aug 2021 10:46 PM (IST)

    তৃতীয় দিনের খেলা শেষ

    খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগে তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেট ২১৫। এখনও পর্যন্ত ১৩৯ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (৯১*) ও বিরাট কোহলি (৪৫*)।

  • 27 Aug 2021 10:35 PM (IST)

    ভারতের দুশো রান

    ৭৬.১ ওভারে ভারত দলগত দুশো রান পূর্ণ করল

  • 27 Aug 2021 08:53 PM (IST)

    পূজারার হাফসেঞ্চুরি

    লিডসে তৃতীয় টেস্টের তৃতীয় দিন চেতেশ্বর পূজারা হাফসেঞ্চুরি পূর্ণ করলেন।

  • 27 Aug 2021 08:51 PM (IST)

    ৫০ ওভারে ভারত ১১৮/২

    ২ উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। ক্রিজে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা।

  • 27 Aug 2021 08:40 PM (IST)

    হিটম্যান আউট

    ৫৯ রান করে মাঠ ছাড়লেন ভারত ওপেনার রোহিত শর্মা।

  • 27 Aug 2021 08:32 PM (IST)

    তৃতীয় সেশন শুরু

    ক্রিজে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা।

  • 27 Aug 2021 08:12 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে ভারতের স্কোর ১ উইকেটে ১১২। ইংল্যান্ড এখনও ভারতের থেকে ২৪২ রানে এগিয়ে রয়েছে

  • 27 Aug 2021 08:07 PM (IST)

    ৪৫ ওভারে ভারত ১০৬/১

    ক্রিজে রোহিত-পূজারা

  • 27 Aug 2021 07:56 PM (IST)

    ভারতের শতরান

    ৪১.৫ ওভারে ভারত দলগত শতরান পূর্ণ করল।

  • 27 Aug 2021 07:48 PM (IST)

    ৪০ ওভারে ভারত ৯৬/১

    দলগত শতরানের দোরগোড়ায় ভারত

  • 27 Aug 2021 07:38 PM (IST)

    রোহিতের হাফসেঞ্চুরি

    লিডসে তৃতীয় টেস্টের তৃতীয় দিন রোহিত শর্মা হাফসেঞ্চুরি পূর্ণ করলেন।

  • 27 Aug 2021 07:26 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ৭৯/১

    লোকেশ রাহুলের উইকেট হারিয়ে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া

  • 27 Aug 2021 07:01 PM (IST)

    ৩০ ওভারে ভারত ৭৩/১

    ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা।

  • 27 Aug 2021 06:33 PM (IST)

    ২৫ ওভারে ভারত ৫৩/১

    হিটম্যান-পূজারা জুটি এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতকে

  • 27 Aug 2021 06:31 PM (IST)

    ভারতের ৫০ রান

    ২৩.৪ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করল টিম ইন্ডিয়া।

  • 27 Aug 2021 06:13 PM (IST)

    ২০ ওভারে ভারত ৩৫/১

    রুটদের বিরুদ্ধে বড় রানের টার্গেট তৈরি করতে হবে ভারতকে।

  • 27 Aug 2021 06:10 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু। ক্রিজে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা

  • 27 Aug 2021 05:30 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ১ উইকেটে ৩৪। ইংল্যান্ডের থেকে ৩২০ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

  • 27 Aug 2021 05:29 PM (IST)

    আউট কেএল রাহুল

    কেএল রাহুলের উইকেট হারাল ভারত। ৮ রান করে মাঠ ছাড়লেন তিনি। এক হাতে দুর্দান্ত ক্যাচ নিলেন জনি বেয়ারস্টো।

  • 27 Aug 2021 05:09 PM (IST)

    ১৫ ওভারে ভারত ২০/০

    ক্রিজে রোহিত-রাহুল

  • 27 Aug 2021 04:47 PM (IST)

    ১০ ওভারে ভারত ১৬/০

    প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলেছে ১৬ রান

  • 27 Aug 2021 04:44 PM (IST)

    রিভিউ নিয়ে রক্ষা পেলেন লোকেশ রাহুল

    ৯.৪ ওভারে ওলি রবিনসনের বলে ফিল্ড আম্পায়র কেএল রাহুলকে আউট দেন। ডিআরএস নিয়ে রক্ষা পান তিনি।

  • 27 Aug 2021 04:23 PM (IST)

    ৫ ওভারে ভারত ৬/০

    সতর্ক হয়ে এগোচ্ছেন রোহিত-রাহুল

  • 27 Aug 2021 04:01 PM (IST)

    ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও কেএল রাহুল।

  • 27 Aug 2021 03:46 PM (IST)

    অল আউট ইংল্যান্ড

    ৪৩২ রানে অল আউট জো রুটের ইংল্যান্ড। ভারতের থেকে ৩৫৪ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

  • 27 Aug 2021 03:41 PM (IST)

    ওভার্টন আউট

    ৩২ রান করে আউট হলেন ক্রেইগ ওভার্টন

  • 27 Aug 2021 03:35 PM (IST)

    ১৩০ ওভারে ইংল্যান্ড ৪৩১/৮

    আজ তাড়াতাড়ি উইকেট তুলে বড় রান করাই লক্ষ্য বিরাটদের

  • 27 Aug 2021 03:31 PM (IST)

    তৃতীয় দিনের খেলা শুরু

    ক্রিজে ওলি রবিনসন ও ক্রেইগ ওভার্টন

  • 27 Aug 2021 03:20 PM (IST)

    হেডিংলেতে বৃষ্টি

    বৃষ্টির কারণে হেডিংলে স্টেডিয়ামের পিচ ঢেকে দেওয়া হয়েছে কভারে

  • 27 Aug 2021 02:35 PM (IST)

    দ্বিতীয় দিনের হাইলাইটস, দেখুন ভিডিও

    ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৪২৩। রুটের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে বড় রানের লিড ইংল্যান্ডের।

Published On - Aug 27,2021 2:31 PM

Follow Us: