ভারত এখন স্টিভ ওয়ের অস্ট্রেলিয়ার মতো অপ্রতিরোধ্য, বলছেন গফ
ভারত সফরে এসে শেষ দুটো টেস্টে কার্যত দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড।
লন্ডন: বিরাট কোহলির টিমের মানসিকতা অনেকটা স্টিভ ওয়, রিকি পন্টিংয়ের অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার মতো। যাঁরা জয় ছাড়া আর কিছুই ভাবে না। এমনই বলছেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার ডারেন গফ।
আরও পড়ুন: রুটদের জন্য ‘অন্য পিচ’ মোতেরায়
ভারত সফরে এসে শেষ দুটো টেস্টে কার্যত দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। চিপকে জঘন্য হারের পর মোতেরায় দু’দিনে শেষ হয়ে গিয়েছে তৃতীয় টেস্ট। স্পিনের বিরুদ্ধে যথাযথ স্কিল নেই বলেই জো রুটের টিম দাঁড়াতে পারছে না। এমনই বলছেন বিশেষজ্ঞরা। গফ তারই মধ্যে বলেছেন, ‘গত শতাব্দীতে নয়ের দশকে অস্ট্রেলিয়া টিমের মানসিকতা যেমন ছিল, এখন ভারতের সঙ্গে তেমন মিলই দেখতে পাচ্ছি। বিপক্ষকে টিমকে চেপে ধরছে। জয় ছাড়া আর কোনও ভাবনাই নেই।’
আরও পড়ুন: বদলার ম্যাচে স্বপ্ন খুঁজছে মহমেডান
২০০০ সালে হেডিংলেতে ২ দিনের একটা টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ইংল্যান্ড। ওই ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন গফ। তিনি কিন্তু রুটের টিমের প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনাই দেখছেন না। ‘গত দুটো টেস্টে ইংল্যান্ড টিম যে ভাবে হেরেছে, সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। টিম মানসিক ভাবে ভেঙে পড়েছে।’
আরও পড়ুন: হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল বাংলা
টেস্ট সিরিজে এই দশা কেন ইংল্যান্ড টিমের? গফের সাফ মন্তব্য, ‘আমি রুটের জায়গায় থাকলে প্রচন্ড চটতাম। ওর জন্য খারাপই লাগছে। কারণ, টেস্টের থেকে অনেক বেশি সাদা বলের ক্রিকেটে বেশি ফোকাস করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। মানছি, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটা নিয়ে ভাবতেই হবে। কিন্তু টেস্ট সিরিজটাও গুরুত্বপূর্ণ। আশা করব রুট সিরিজটা অন্তত ২-২ করবে।’