Rohit Sharma: ক্যাপ্টেন এটাই চেয়েছিল… MI ড্রেসিংরুমে রোহিত বাণীতে লুকিয়ে হার্দিক খোঁচা!
Watch Video: ওয়াংখেড়েতে ২৯ রানের ব্যবধানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ২টো পয়েন্টের খুশি যে ঠিক কতটা তা যেন বলে বোঝাতে পারছিলেন না মুম্বইয়ের ক্রিকেটাররা। ম্যাচের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে রোহিত শর্মা (Rohit Sharma) দলের পারফরম্যান্স নিয়ে বার্তা দেন। নেটিজ়েনদের তাতে বিশেষ নজর পড়ে হার্দিককে নিয়ে রোহিতের বলা কথায়। ঠিক কী বলেছেন হিটম্যান? রইল ভিডিয়ো।
কলকাতা: বহুকাঙ্খিত ইচ্ছেপূরণ হলে ঠিক যেমন আবেগের বিস্ফোরণ হয়, সেটাই হয়েছিল রবি-রাতে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। এ বারের আইপিএলে টানা ৩ ম্যাচ হারার পর অবশেষে জয়ের স্বাদ পেয়েছে হার্দিক পান্ডিয়ার টিম। ওয়াংখেড়েতে ২৯ রানের ব্যবধানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ২টো পয়েন্টের খুশি যে ঠিক কতটা তা যেন বলে বোঝাতে পারছিলেন না মুম্বইয়ের ক্রিকেটাররা। ম্যাচের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে রোহিত শর্মা (Rohit Sharma) দলের পারফরম্যান্স নিয়ে বার্তা দেন। নেটিজ়েনদের তাতে বিশেষ নজর পড়ে হার্দিককে নিয়ে রোহিতের বলা কথায়। ঠিক কী বলেছেন হিটম্যান?
ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৭ বলে ৪৯ রানের ইনিংস উপহার দেন রোহিত শর্মা। মাত্র ১ রানের জন্য মরসুমের প্রথম হাফসেঞ্চুরি মিস করেন রোহিত শর্মা। ১৮১.৪৮ স্ট্রাইকরেটে ৬টি চার ও ৩টি ছয় মারেন হিটম্যান। দিল্লির বিরুদ্ধে ম্যাচের শেষে মুম্বইয়ের ড্রেসিংরুমে রোহিতকে একটি অ্যাওয়ার্ড দেওয়ার কথা ঘোষণা করেন কোচ মার্ক বাউচার। মুম্বইয়ের হয়ে দিল্লির বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেন রোহিত। তাই কায়রন পোলার্ড তাঁর জার্সিতে একটি ব্যাজ পরিয়ে দেন। সেই সময় ড্রেসিংরুমে রোহিতের সতীর্থ ও মুম্বইয়ের সাপোর্ট স্টাফরা হাততালিতে ভরিয়ে দেন।
এরপর রোহিত বলেন, ‘আমি মনে করি টিমের অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স দেখা গেল। আমরা প্রথম ম্যাচ থেকে ঠিক যেটার খোঁজে ছিলাম। এর থেকে পরিষ্কার যে ব্যক্তিগত পারফরম্যান্সই সব নয়। যদি পুরো ব্যাটিং বিভাগ ভালো পারফর্ম করে। দলের সকলে সেই লক্ষ্যে এগোলে আমরা ঠিক সাফল্য অর্জন করতে পারি। আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে আলোচনা করছিলাম। ঠিক এই পারফরম্যান্সটাই চাইছিল ব্যাটিং কোচ (কায়রন পোলার্ড), মার্ক (বাউচার) এবং অধিনায়ক (হার্দিক পান্ডিয়া)। তাই অসাধারণ লাগছে। আশা করি এই ছন্দটা আমরা ধরে রাখতে পারব।’
A 𝐑𝐨 special at Wankhede. A 𝐑𝐨 special in the dressing room. 🎖️💙#MumbaiMeriJaan #MumbaiIndians #MIvDC | @ImRo45 pic.twitter.com/b555HUvVdE
— Mumbai Indians (@mipaltan) April 8, 2024
রোহিতের কথার মধ্যে নেটিজ়েনদের নজর বিশেষ করে পড়েছে তাঁর অভিব্যক্তিতে। অনেকের মতে রোহিত আগে ড্রেসিংরুমে যেমন প্রাণবন্ত ছিলেন। তেমনটা এখন নেই। শুধু তাই নয়, অধিনায়ক যেমনটা চায়… রোহিতের এই কথাও বিশেষ করে উল্লেখ করছেন নেটিজ়েনরা। তাঁদের মতে হয়তো হার্দিককে সোজাসুজি রোহিত কিছু বলতে পারছেন না বলে, নিজের কথার মধ্য দিয়ে তা বোঝানোর চেষ্টা করেছেন।
His eyes when he said, “That is something that coach Mark and captain wants”🥺
— Ganesh Joshi (@ganeshjoshi2001) April 8, 2024
Rohit doesn’t look happy. He doesn’t look comfortable in that dressing room. 💔
— Kaala Ghoda 🐎 (@ParimalAsanare) April 8, 2024