IPL 2021 MI vs KKR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ
কোন দল আজ ২ পয়েন্ট তুলে নেবে সেদিকেই নজর থাকবে।
দুবাই: আইপিএলের ৩৫তম ম্যাচে আজ মুখোমুখি রোহিত শর্মার (Mumbai Indians) ও ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এখনও পর্যন্ত মোট ৮টি করে ম্যাচে খেলেছে দুই দলই। তার মধ্যে রোহিতরা জিতেছেন ৪টিতে, হেরেছেনও ৪টিতে। ফলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ৪ নম্বরে রয়েছেন পোলার্ডরা। কলকাতা নাইট রাইডার্স ৮ ম্যাচের ৩টিতে জয় পেয়েছে ও ৫টিতে জুটেছে হার। ফলে ৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ৬ নম্বরে। তবে আইপিএলের প্রথম পর্বে নাইটরা ভালো পারফর্ম করতে না পারলেও দ্বিতীয় পর্বে মরুশহরে কোহলির আরসিবিকে হারিয়ে যাত্রা শুরু করেছে। ফলে নাইটদেরও এখন সমীহ করা দরকার। তাই কোন দল আজ ২ পয়েন্ট তুলে নেবে সেদিকেই নজর থাকবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি কবে হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি (২৩ সেপ্টেম্বর) আজ, বৃহস্পতিবার হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি কোথায় হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের লাইভ স্ট্রিমিং?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।