IPL 2021: প্রতিপক্ষের ঘুম ওড়াচ্ছে নতুন দিল্লি
গতবছর রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল শ্রেয়স আইয়ারদের (Shreyash Iyer)। কাপ আর ঠোঁটের মধ্যে ফারাকটা এবার ঘোচাতে চায় দিল্লি।
সানরাইজার্স হায়দরাবাদ ১৩৪/৯ দিল্লি ক্যাপিটালস ১৩৯/২
দুবাই: বারবার একটা কথাই বলা হচ্ছে। এই দিল্লি নতুন দিল্লি, তরুণদের দিল্লি। আইপিএলের (IPL) প্রথম পর্বে যেখানে শেষ করেছিলেন পন্থরা (Rishabh Pant), দ্বিতীয় পর্বে সেখান থেকেই শুরু করলেন। দাপুটে জয় দিয়ে শুরু দ্বিতীয় পর্ব। গতবছর রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল শ্রেয়স আইয়ারদের (Shreyash Iyer)। কাপ আর ঠোঁটের মধ্যে ফারাকটা এবার ঘোচাতে চায় দিল্লি। আইপিএলের প্রথম পর্বের শুরুতে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। ক্যাপ্টেন হয়েছিলেন ঋষভ পন্থ। দ্বিতীয় পর্বের চোট সারিয়ে শ্রেয়স আইয়ার ফিরলেও পন্থই ক্যাপ্টেন থাকেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে শ্রেয়সকে। ১৫ জনের দলে জায়গা পাননি তিনি। আইপিএলের মঞ্চেই নির্বাচকদের ভুল প্রমাণ করার লড়াইয়ে নেমেছেন শ্রেয়স আইয়ার। প্রথম দিনেই ধামাকা ব্যাটিং। নির্বাচকদের বুঝিয়ে দিলেন তাঁকে স্ট্যান্ডবাই হিসেবে রাখলেও ভাবতে হবে। কুড়ি ওভারের ফরম্যাটে বিরাটের দলের মিডল অর্ডারে ভরসা হতেই পারেন তিনি। তবে ১৫ জনের দলে আসতে হলে, অনেক যদি কিন্তুর হিসেব থাকছে। ধাওয়ানও প্রমাণ করলেন বিশ্বকাপের দলে থাকে না রাখাটা কত বড় ভুল। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই হায়দরাবাদকে টেক্কা দিয়ে পয়েন্ট টেবিলের মগডালে উঠে বসল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।
Dominant @DelhiCapitals seal a comfortable win! ? ?
The @RishabhPant17-led unit register their 7th win of the #VIVOIPL & move to the top of the Points Table. ? ? #DCvSRH
Scorecard ? https://t.co/15qsacH4y4 pic.twitter.com/5CAkMtmlzu
— IndianPremierLeague (@IPL) September 22, 2021
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। প্রথম ওভারেই আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার (David Warner)। কোনও রান না করেই নর্ৎখের (Anrich Nortje) বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্নার। ক্রিজে দানা বাঁধতে পারেননি ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), অধিনায়ক উইলিয়ামসন (Kane Williamson), মণীশ পান্ডেরা (Manish Pandey)। ধারাবাহিক উইকেট হারাতে থাকে সানরাইজার্স হায়দরাবাদ। ১৮ রান করেন উইলিয়ামসন। ১৭ রানে আউট হন মণীশ পান্ডে। কিছুটা লড়াই চালান আব্দুল সামাদ আর রাশিদ খান। ২৮ রানে আউট হন তিনি। ২২ রান করেন রাশিদ খান (Rashid Khan)। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। ৩ উইকেট নেন রাবাদা। ২টি করে উইকেট সংগ্রহ করেন নর্ৎখে ও অক্ষর প্যাটেল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পৃথ্বী শ-র উইকেট হারায় দিল্লি। খলিল আহমেদের বলে আউট হন পৃথ্বী। দিল্লির স্কোরবোর্ডকে সচল রাখেন শিখর ধাওয়ান-শ্রেয়স আইয়ার জুটি। রাশিদ খানের বলে ব্যক্তিগত ৪২ রানে আউট হন ধাওয়ান। বাকি কাজটা অনায়াসেই সেরে ফেলেন শ্রেয়স আইয়ার-ঋষভ পন্থ জুটি। ভুবনেশ্বর কুমারদের রীতিমতো তুলোধোনা করেন আইয়ার-পন্থ জুটি। ৪১ বলে ৪৭রানে অপরাজিত থাকেন শ্রেয়স। ২১বলে ৩৫ রানে অপরাজিত থাকেন পন্থ। ১৭.৫ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নিল দিল্লি ক্যাপিটালস। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই রয়েছে ভারসাম্য। পন্টিংয়ের দল এ বারের আইপিএলে খেতাব জয়ের অন্যতম দাবিদার। যে গতিতে ছুটছেন পন্থরা, তাতে তরুন দিল্লি ট্রফি জিতলে অবাক হওয়ার থাকবে না।
ম্যাচের সেরা: এনরিচ নর্ৎখে