IPL 2022 Auction Breaking: নিলাম চলাকালীন মাটিতে লুটিয়ে পড়লেন নিলামকারী এডমেডাস

IPL 2022 Auction: সারা বিশ্বে নিলামকারী হিসেবে অত্যন্ত পরিচিত মুখ এডমেডাস। আড়াই হাজারেরও বেশি নিলামে অংশ নিয়েছেন। ৩ লাখেরও বেশি জিনিস বিক্রি হয়েছে তাঁর হাত দিয়ে। ইংরেজ এডমেডাসের হাতুড়ি পেটানোর স্টাইলই  অন্যরকম। নিলামকে এক অন্যমাত্রায় তুলে নিয়ে যেতে পারেন।

IPL 2022 Auction Breaking: নিলাম চলাকালীন মাটিতে লুটিয়ে পড়লেন নিলামকারী এডমেডাস
হিউ এডমেডাস। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 3:43 PM

বেঙ্গালুরু: আইপিএল নিলামে (IPL 2022 Auction) অঘটন। নিলাম চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ে গেলেন হিউ এডমেডাস (Hugh Edmeades)। আপাতত আইপিএল নিলাম স্থগিত। আইপিএল (IPL) নিলামে এমন ঘটনা এর আগে কখনও দেখা যায়নি। ঠিক কি কারণে তিনি এ ভাবে পড়ে যান তা এখনও জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মাটিতে লুটিয়ে পড়েন নিলামকারী হিউ এডমেডাস। হাসারাঙ্গার নিলাম চলাকালীনই মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় তাঁকে। শনিবার দুপুর বারোটায় বেঙ্গালুরুর এক পাঁচতারা হোটেলে নিলাম শুরু হয়েছে। আইপিএল নিলামে অত্যন্ত পরিচিত মুখ তিনি। দীর্ঘদিন ধরে এই দায়িত্ব সামলাচ্ছেন। শনিবারও বরাবরের মতোই ছন্দেই দেখা গিয়েছিল এডমেডাসকে। কিন্তু ব্রেকের পর যখন আবার নিলাম শুরু হয়, তখনই এই বিপত্তি। এমন পরিস্থিতির মুখে কখনও পড়তে হয়নি।

সারা বিশ্বে নিলামকারী হিসেবে অত্যন্ত পরিচিত মুখ এডমেডাস। আড়াই হাজারেরও বেশি নিলামে অংশ নিয়েছেন। ৩ লাখেরও বেশি জিনিস বিক্রি হয়েছে তাঁর হাত দিয়ে। ইংরেজ এডমেডাসের হাতুড়ি পেটানোর স্টাইলই  অন্যরকম। নিলামকে এক অন্যমাত্রায় তুলে নিয়ে যেতে পারেন। সেই কারণেই ২০১৯ সাল থেকে আইপিএল নিলামের সঙ্গে জুড়ে রয়েছেন এডমেডাস। বিশ্বের সবচেয়ে বড় নিলাম সংস্থা ক্রিস্টিসের সঙ্গে ৩৫ বছর জুড়ে রয়েছেন। শুধু তাই নয়, নেলসন ম্যান্ডেলার ৯০তম জন্মদিনে যে বিশেষ নিলাম আয়োজন করা হয়েছিল, তাতেও তিনিই ছিলেন নিলামকারী।

টুইটার এবং সোশ্যাল মিডিয়ায় যে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে হাসারাঙ্গাকে নিলামে তোলার সময়ই অস্বস্তি বোধ করতে থাকেন। মুহূর্তের মধ্যে নিলামের মঞ্চ থেকে মুখ থুবড়ে মাটিতে পড়ে যান। তাঁর মাটিতে পড়ে থাকার অসহায় ছবি ছড়িয়ে পড়েছেন। ওই দৃশ্য দেখে আইপিএলের ১০ টিমের মালিক, মেন্টররা হতবাক হয়ে যান। গৌতম গম্ভীর থেকে শাহরুখপুত্র আরিয়ান খান, জাহির খান থেকে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সবাই হাজির ছিলেন আইপিএল-১৫র মেগা নিলামে। কিন্তু এমন পরিস্থিতি যে হতে পারে, তা ভাবাই যায়নি।

যতটুকু জানা যাচ্ছে, আপাতত এডমেডাস স্থিতিশীল। তাঁকে ঘিরে নিলামে উপস্থিত সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাহায্য নেওয়া হয়।

আরও পড়ুন: Quinton de Kock, IPL 2022 Auction: ডি’কককে ৬.৭৫ কোটি টাকায় কিনল লখনউ সুপারজায়ান্টস