CSK vs PBKS IPL 2024 Match Prediction: বিশ্বরেকর্ড গড়া পঞ্জাব কিংসের চ্যালেঞ্জ চেন্নাই দুর্গ
Chennai Super Kings vs Punjab Kings Preview: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই শুধু নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড গড়েছে পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ২২৪ রান তাড়া করে জেতার নজির ছিল রাজস্থান রয়্যালসের। তেমনই টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ২৫৮ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। নিজেদের শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে সব রেকর্ড ভেঙে দিয়েছে পঞ্জাব কিংস।
এক ম্যাচের জন্য চেন্নাই দুর্গ অরক্ষিত মনে হয়েছিল। মার্কাস হানায় প্রথম বার ঘরের মাঠে হেরেছিল সুপার কিংস। যদিও গত ম্যাচে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। এ বারের আইপিএলের সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং লাইন আপ সানরাইজার্স হায়দরাবাদের। আইপিএলের ইতিহাসে সর্বাধিক স্কোরের রেকর্ড গড়েছে তারা। সেই সানরাইজার্সকেই গত ম্যাচে ঘরের মাঠে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এ বার সামনে বিশ্বরেকর্ড গড়া পঞ্জাব কিংস।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই শুধু নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড গড়েছে পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ২২৪ রান তাড়া করে জেতার নজির ছিল রাজস্থান রয়্যালসের। তেমনই টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ২৫৮ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। নিজেদের শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে সব রেকর্ড ভেঙে দিয়েছে পঞ্জাব কিংস। ২৬২ রান তাড়া করে জিতেছেন বেয়ারস্টোরা।
পঞ্জাব কিংস এ বারের আইপিএলে ধারাবাহিক নয়। বেশ কিছু ম্যাচ শেষ ওভারে হেরেছে তারা। পয়েন্ট টেবলেও পরিস্থিতি সঙ্গীন। তবে বিশ্বরেকর্ড গড়ার পর তাদের হালকা নেওয়ার কোনও জায়গাই নেই। চেন্নাই সুপার কিংস ব্যাটিং দুর্দান্ত ছন্দে। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় লখনউয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। গত ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ৯৮ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। হাফসেঞ্চুরি করেছিলেন ড্যারেল মিচেল। শিবম দুবে প্রতি ম্যাচেই ভরসা রাখছে।
সানরাইজার্সের মতো বিধ্বংসী দলের বিরুদ্ধে চেন্নাইয়ের প্রাপ্তি বোলিংয়ে প্রত্যাবর্তন। পেস বোলিং আক্রমণ দুর্দান্ত পারফর্ম করেছে। তেমনই রবীন্দ্র জাডেজা ১ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ২২ রান। পঞ্জাব কিংস শিবিরে সুখবর হতে পারে শিখর ধাওয়ানের ফিটনেস। তবে তাঁকে এই ম্যাচে পাওয়া যাবে কিনা, পুরোপুরি নিশ্চিত নয়।