MS Dhoni: ৪৮ হাজার দর্শকের গায়ে ধোনির জার্সি… এ দৃশ্য কল্পনার অতীত ছিল কার?
IPL 2024: ১৭তম আইপিএলে যে স্টেডিয়ামেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে গিয়েছেন, সেখানে হলুদ জার্সির ঝড় দেখা গিয়েছে। যা দেখে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির কোচ রীতিমতো চমকে গিয়েছেন। নিজের অবিশ্বাসের কথাও তুলে ধরেছেন।
কলকাতা: শুধু ভারতে নয়, বিশ্বের প্রতি প্রান্তেই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভক্তরা রয়েছেন। সকলেই তাঁর জন্য গর্ববোধ করেন। অন্যান্য বারের মতো এ বারের আইপিএলেও (IPL) মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তাঁর অনুরাগীদের মাতামাতির অন্ত ছিল না। যে স্টেডিয়ামেই ধোনি সিএসকের (CSK) হয়ে খেলতে গিয়েছেন, সেখানে হলুদ জার্সির ঝড় দেখা গিয়েছে। যা দেখে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির কোচ রীতিমতো চমকে গিয়েছেন।
সম্প্রতি বিবিসি স্পোর্টসের এক সাক্ষাৎকারে লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান, তাঁর কল্পনার অতীত ছিল ধোনিকে নিয়ে ভক্তদের এই মাতামাতি। ধোনি যে মাঠেই যান না কেন, গ্যালারিতে সিংহভাগ দর্শকই তাঁর সমর্থক। এই প্রসঙ্গে লখনউয়ের কোচ বলেন, ‘অসাধারণ একটা দৃশ্য। আমি এই প্রসঙ্গে শুনেছিলাম। আমরা সিএসকের বিরুদ্ধে ২ বার খেলেছি। ওরা লখনউতে খেলতে এসেছিল। আমাদের একানা স্টেডিয়ামের দর্শক আসন সংখ্যা ৫০ হাজার। আর সত্যিই বলতে সেখানে প্রায় ৪৮ হাজার দর্শক ধোনির জার্সি পরে এসেছিল। আমার বিশ্বাসই হচ্ছিল না। আর তারপর আমরা যখন সিএসকের ঘরের মাঠে খেলতে গেলাম, তখন দেখতে পেয়েছিলাম ৯৮ শতাংশ নয় একেবারে ১০০ শতাংশই সিএসকের ধোনির জার্সি পরা সমর্থক এসেছিল। আর এটাই অবিশ্বাস্য। ভারতে তারকা পুজোর মাত্রা অবিশ্বাস্যকর।’
আইপিএলে লোকেশ রাহুলের টিমের ক্যাপ্টেন ল্যাঙ্গার আরও যোগ করেন, ‘আমরা যখন ক্রিকেটার হিসেবে ভারতের মাটিতে খেলতাম, তখন সচিন তেন্ডুলকরের জন্যও ঠিক একই রকম ক্রেজ দেখতে পেতাম। তারপর যখন অস্ট্রেলিয়া টিমের কোচ ছিলাম তখন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রেও একই জিনিস দেখেছি।’