IPL 2023 Points Table: পয়েন্ট টেবলের শীর্ষে জ্বলজ্বল করছে পিঙ্ক আর্মি, বাকিরা কে কোথায়?

IPL 2023: দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ২৩টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল...

IPL 2023 Points Table: পয়েন্ট টেবলের শীর্ষে জ্বলজ্বল করছে পিঙ্ক আর্মি, বাকিরা কে কোথায়?
পয়েন্ট টেবলের শীর্ষে জ্বলজ্বল করছে পিঙ্ক আর্মি, বাকিরা কে কোথায়?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 8:12 AM

কলকাতা: জমজমাট ১৬তম আইপিএলের ২৩টি ম্যাচ হয়ে গিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ২৩টি ম্যাচের পর পয়েন্ট টেবলে ওঠানামা লেগেই চলছে। রবিবারের ডাবল হেডারের পরে পয়েন্ট টেবলে বেশ কয়েকটি দলের স্থান পরিবর্তন হয়েছে। আজ রয়েছে আইপিএলের দক্ষিণী ডার্বি। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।

দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ২৩টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…

১. চলতি আইপিএলের ২৩টি ম্যাচের পর লিগ টেবলের শীর্ষে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও অবধি চলতি আইপিএলে ৫টি ম্যাচে খেলে ৪টিতে জয় ও ১টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +১.৩৫৪। রাজস্থানের পয়েন্ট ৮।

২. ১৬তম আইপিএলের পয়েন্ট টেবলের ২ নম্বরে আছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ৫টি ম্যাচে খেলে ৩টিতে জয় ও ২টিতে হারের মুখ দেখেছে সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.৭৬১। পয়েন্ট ৬।

৩. রবিবার ঘরের মাঠে রাজস্থানের কাছে হেরেছে গুজরাট। তারপরও লিগ টেবলের তিন নম্বরে রয়েছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে ৫টি ম্যাচে খেলে ৩টি জয়, ২টি হার রশিদ খানদের। টাইটান্সদের নেট রান রেট +০.১৯২। ৬ পয়েন্ট রয়েছে গুজরাটের।

৪. পয়েন্ট টেবলের ৪ নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৩টিতে জয় ও ২টিতে হার। প্রীতির পঞ্জাবেরও পয়েন্ট ৬। নেট রান রেট -০.১০৯।

৫. রবিবার মুম্বইয়ের কাছে হেরে লিগ টেবলের পাঁচ নম্বরে নেমেছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ৫টি ম্যাচে খেলে ২টি জয় ও ৩টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট +০.৩২০। পয়েন্ট ৪।

৬. আজ চেন্নাইয়ের ম্যাচ রয়েছে। চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ৬ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি ১৬তম আইপিএলে ৪টি ম্যাচে খেলে ২টি জয় ও ২টি হারের পর আপাতত সিএসকের অর্জিত পয়েন্ট ৪। নেট রান রেট +০.২২৫।

৭. সিএসকের বিরুদ্ধে ঘরের মাঠে আজ নামবে আরসিবি। ১৬তম আইপিএলের গ্রুপ পর্বে এখনও অবধি ৪টি ম্যাচে খেলে ২টি জয় ও ২টি হারের পর লিগ টেবলের সাত নম্বরে ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.৩১৬। বিরাটদের মোট পয়েন্ট ৪।

৮. রবি-বিকেলে ওয়াংখেড়েতে কেকেআরকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবলের আট নম্বরে উঠে এসেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ৪টি ম্যাচে খেলে ২টি জয় ও ২টি হার সূর্যকুমার যাদবদের। মুম্বইয়ের নেট রান রেট -০.৩৮৯। পয়েন্ট ৪।

৯. মুম্বই লিগ টেবলের ৮ নম্বরে পৌঁছে যাওয়ায় পয়েন্ট টেবলের নয় নম্বরে নেমে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ৪টি ম্যাচে হায়দরাবাদের ২টি জয় ও ২টি হার। হায়দরাবাদের নেট রান রেট -০.৮২২।

১০. টানা ৫টি ম্যাচে হেরে লিগ টেবলের সবচেয়ে নীচে ধুঁকছে দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -১.৪৮৮।