India vs West Indies: টেস্টে ভারতের ভরসাও কি বাজবলে? ঈশান কিষাণ যা বললেন…
Ishan Kishan: টিম ইন্ডিয়ার এ বারের ক্যারিবিয়ান সফরে টেস্ট ডেবিউ হয়েছে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণের। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
![India vs West Indies: টেস্টে ভারতের ভরসাও কি বাজবলে? ঈশান কিষাণ যা বললেন... India vs West Indies: টেস্টে ভারতের ভরসাও কি বাজবলে? ঈশান কিষাণ যা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/07/Ishan-Kishan-on-Bazball-he-says-that-Scoring-quick-runs-cant-be-template-in-all-Tests.jpg?w=1280)
পোর্ট অব স্পেন: ক্যারিবিয়ান সফরের টেস্ট সিরিজ শেষ। বৃষ্টিতে পোর্ট অব স্পেনের পঞ্চম দিন ধুয়ে যায়। যার ফলে ম্যাচ ড্র বলে ঘোষণা করা হয়। তাই ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে রোহিত শর্মার ভারত। এ বার ওডিআই সিরিজের পালা। কিন্তু তার আগে ক্রিকেটমহলে আলোচনা চলছে ভারত কি বাজবলে ভরসা রাখছে? কারণ, পোর্ট অব স্পেনে ভারত দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪ ওভারে ২ উইকেটে তোলে ১৮১ রান। ওভার প্রতি রোহিতের ভারত রান তোলে ৭.৫৪। যা অবাক করার মতো। এরপরই ভারতের টেস্ট ক্রিকেটে বাজবলের (Bazball) উন্নততর সংস্করণ নিয়ে আলোচনা চলছে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) দ্বিতীয় টেস্টের পর প্রেস কনফারেন্সে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণকে (Ishan Kishan) এই নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে কী বলেছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতকে কি ভবিষ্যতে এমন আগ্রাসী মেজাজে টেস্ট ক্রিকেট খেলতে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে ঈশান কিষাণ বলেন, ‘প্রতিদিন এসেই খুব দ্রুত ক্রিকেট খেলতে হবে এমনটা মোটেও আবশ্যিক নয়। পরিস্থিতির উপর পুরো বিষয়টাই নির্ভর করে। পিচের পরিস্থিতি কেমন থাকে, তার উপরও নির্ভর করে যে কত তাড়াতাড়ি রান করা যাবে।’
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়া ঈশান কিষাণ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন। এবং ওই টেস্টে টি-২০ স্টাইলে টেস্ট ক্রিকেটের প্রথম হাফসেঞ্চুরি হাঁকান। ঈশান বলেন, ‘আমরা যেখানেই খেলি না কেন, উইকেট খুব সহজ থাকে না। টার্ন, বাউন্স সবই থাকে। ভালোভাবে উইকেট পড়ে খেলতে হয়। হঠাৎ দ্রুত ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘যদি পাটা উইকেট হয় আর সেখানে দ্রুত রান করা যায় এবং দলের যদি দ্রুত রান করার প্রয়োজন হয়, তা হলে এমনভাবে খেলা যেতেই পারে। তবে আমি মনে করি না যে আমাদের প্রতিটি ম্যাচেই আক্রমণাত্মক ৎেলতে হবে। যখন যা প্রয়োজন হবে তখন তা কাজে লাগাতে হবে। টেস্ট ক্রিকেটে সব সময় আক্রমণাত্মক খেলতে হবে এমনটা অন্তত আমি মনে করি না। দলের প্রত্যেকে তাঁদের ভূমিকা জানে।’
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)