Jasprit Bumrah: জসপ্রীত বুমরাও অবসরের পথে? সেলিব্রেশনের মঞ্চ থেকেই দিলেন বড় বার্তা…
T20 World Cup 2024: বৃহস্পতিবার মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম অবধি ভিকট্রি প্যারেডে যোগ দেন ভারতীয় ক্রিকেটাররা। এরপর ওয়াংখেড়েতে তাঁদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। সেখানে বুমরাকে অবসর নিয়ে প্রশ্ন করা হয়। ওই মঞ্চ থেকে তিনি দিলেন বড় বার্তা।
কলকাতা: বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেই টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজারা। দেশে ফিরে সেই পথেই কি হাঁটার কথা ভাবছেন জসপ্রীত বুমরাও? মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বজয়ীদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ভারতের তারকা পেসার মুখ খুলেছেন ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে অবসর নিয়ে। এখনই কি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে অবসর জানাতে চলেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)? কী বললেন বিশ্বমানের বোলার?
বৃহস্পতিবার দেশে ফিরেছেন ভারতের বিশ্বজয়ী ক্রিকেটাররা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তাঁরা। তারপর মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম অবধি ভিকট্রি প্যারেডে যোগ দেন ভারতীয় ক্রিকেটাররা। এরপর ওয়াংখেড়েতে তাঁদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। সেখানে বুমরাকে অবসর নিয়ে প্রশ্ন করা হয়। ওই মঞ্চ থেকে তিনি দিলেন বড় বার্তা।
জসপ্রীত বুমরাকে মঞ্চে ডাকার পর প্রথমেই বো ডাউন করে শুভেচ্ছা জানান সঞ্চালক গৌরব কাপুর। এরপর ওয়াংখেড়ের হাউসফুল গ্যালারিও একই ভাবে তাঁকে সম্মান জানান। এরপর জসপ্রীত বুমরা বলেন, ‘দারুণ লাগছে। এই মাঠটা আমার জীবনে খুব স্পেশাল। যখন তরুণ ছিলাম, অনূর্ধ্ব-১৯ টিমের হয়ে খেলতে এখানে এসেছিলাম। আর এখন যখন এই স্টেডিয়ামে এলাম, সেই অনুভূতিটা একেবারেই আলাদা।’
Full interview of Jasprit Bumrah in Wankhede stadium @Jaspritbumrah93 pic.twitter.com/zRk76EF7NE
— NIKHIL (@BettrCallBumrah) July 4, 2024
এ বারের টি-২০ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হয়েছিলেন জসপ্রীত বুমরা। এই ফর্ম্যাট থেকে তিনি কি এখনই অবসর নেবেন? সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে বুমরা বলেন, ‘আমি এখনই ওই পথে (অবসর) হাঁটছি না। এই তো সবে শুরু। আশা করি আরও অনেকটা পথ বাকি রয়েছে।’ জসপ্রীত বুমরার এই বার্তা তাঁর অনুরাগীদের মন ভালো করে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।