Jasprit Bumrah: খুঁটিয়ে ভিডিয়ো দেখেছি… বিরাটদের বিরুদ্ধে বুমরার ‘ব্রহ্মাস্ত্রের’ রহস্য ফাঁস
MI vs RCB, IPL 2024: বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে বুমরা একাই সাবাড় করেছেন ৫ উইকেট। সেই সুবাদে ইতিহাসও গড়েছেন তারকা পেসার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ৫ উইকেট নেওয়া বোলার হয়েছেন বুমরা। কোন অস্ত্র ব্যবহার করে বিরাটদের বিরুদ্ধে বুমরা সফল হয়েছেন? ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তা জানিয়েছেন।
কলকাতা: ওয়াংখেড়ের হাউসফুল গ্যালারি সাক্ষী রইল বুম বুম বুমরা ম্যাজিকের। ৪-০-২১-৫ লক্ষ্মীবারে এটাই আরসিবির বিরুদ্ধে বুমরার বোলিং স্পেল। আপামর ক্রিকেট প্রেমী ও জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) অনুরাগীদের মনে থাকবে তাঁর এই স্পেল। বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে বুমরা একাই সাবাড় করেছেন ৫ উইকেট। সেই সুবাদে ইতিহাসও গড়েছেন তারকা পেসার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ৫ উইকেট নেওয়া বোলার হয়েছেন বুমরা। কোন অস্ত্র ব্যবহার করে বিরাটদের বিরুদ্ধে বুমরা সফল হয়েছেন? ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তা জানিয়েছেন।
বিরাট কোহলি থেকে শুরু করে ফাফ ডু’প্লেসি, মহিপাল লোমরোর, সৌরভ চৌহান এবং বিজয়কুমার বিশাখ— এই ৫ আরসিবি ক্রিকেটারের উইকেট ঝুলিতে ভরেন মুম্বইয়ের তারকা জসপ্রীত বুমরা। আরসিবির বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার পর বুমরা বলেন, ‘যে ফল পেয়েছি, তাতে খুশি। আমি কখনও বলিনি যে ৫ উইকেট চাই। উইকেট চটচটে লাগছিল। এই উইকেটে দলের জয়ে অবদান রাখতে পেরে আমি ভীষণ খুশি। আমি ভিন্ন ক্ষমতা প্রয়োগ করতে চাই। বোলিং করা কঠিন, কারণ বিভিন্ন ডেলিভারি ব্যবহার করলে ব্যাটাররা চাপে ফেলতে পারে। যখন বল হাতে সফল হই না, পরিকল্পনা কাজে লাগে না সেই সময় আমি ভিডিয়ো খুঁটিয়ে দেখি এবং তা থেকে খুঁজে বের করার চেষ্টা করি ঠিক কোন জায়গায় গলদ। সেই অনুযায়ী পরিকল্পনা করি। যে কোনও ম্যাচের আগে নিজের মনোবল বাড়ানো জরুরি। নিজেকে আত্মবিশ্বাসী করে তোলাও জরুরি।’
বুমরার নিখুঁত ইয়র্কার নিয়ে সব সময় আলোচনা হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সব সময় যে ইয়র্কার দিতে হবে তেমনটা নয়। কখনও ইয়র্কার দেওয়া দরকার, কখনও আবার শর্ট বল দেওয়াও প্রয়োজন। এই ফর্ম্যাটে ইগো করার কোনও জায়গা নেই। ১৪৫ কিমি/ ঘণ্টা গতিবেগে বল কেউ করতে পারে। আবার প্রয়োজন পড়লে স্লোয়ার ডেলিভারিও দিতে হয়।’
আরসিবির বিরুদ্ধে সর্বাধিক উইকেট নেওয়া বোলার এখন জসপ্রীত বুমরা। তিনি আরসিবির বিরুদ্ধে ২৯টি উইকেট নিয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সন্দীপ শর্মা। তিনি নিয়েছেন ২৬টি উইকেট। এই নিয়ে আইপিএল কেরিয়ারে দ্বিতীয় বার ৫ উইকেট নিলেন বুমরা। সেই সঙ্গে তিনি চতুর্থ বোলার হিসেবে এক এলিট গ্রুপে প্রবেশ করেছেন। তাঁর আগে আইপিএলে ২ বার ফাইফার নিয়েছেন জেমস ফকনার, জয়দেব উনাদকাট ও ভুবনেশ্বর কুমার।