Jasprit Bumrah: বুমরার প্রয়োজন নেই… বলছেন প্রাক্তন পাক ক্রিকেটার

Team India: ভারতীয় টিমকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে জসপ্রীত বুমরার। একটি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বুমরা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টো ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন। ভারতের হয়ে বেশ কয়েকটি ম্যাচে তাঁকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্বেও দেখা গিয়েছে।

Jasprit Bumrah: বুমরার প্রয়োজন নেই... বলছেন প্রাক্তন পাক ক্রিকেটার
Image Credit source: Jasprit Bumrah X
Follow Us:
| Updated on: Aug 21, 2024 | 4:51 PM

কলকাতা: নিজের দেশের হয়ে নেতৃত্ব দেওয়া যে কোনও ক্রিকেটারের কাছে গর্বের। আর সেই সুযোগের নাকি প্রয়োজন নেই ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরার! এমনটা মনে করছেন পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার। কয়েক দিন আগে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) বলেছিলেন, তাঁর মতে বোলাররাই স্মার্ট ক্যাপ্টেন। তিনি নিজেও বরাবর ভারতীয় টিমকে নেতৃত্ব দিতে চান। কিন্তু প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলি সম্প্রতি বলেছেন, বুমরার প্রয়োজন নেই…

ভারতীয় টিমকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে জসপ্রীত বুমরার। একটি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বুমরা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টো ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন। ভারতের হয়ে বেশ কয়েকটি ম্যাচে তাঁকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্বেও দেখা গিয়েছে। কিন্তু সেই বুমরারই নাকি নেতৃত্বর পিছনে ছোটার প্রয়োজন নেই। এমনটাই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি।

নিজের ইউটিউব চ্যানেলে বসিত আলি বলেছেন, ‘আমি মনে করি জসপ্রীত বুমরার নেতৃত্বের দায়িত্বর পিছনে ছুটে যাওয়া উচিত নয়। তিনি বিশ্বমানের বোলার। এবং নিজের বোলিংয়ের উপর ফোকাস করা উচিত। কয়েকদিন আগে বুমরা বলেছিলেন, কপিল দেব ও ইমরান খানের নেতৃত্ব নিয়ে। কপিল ও ইমরান অলরাউন্ডার হয়েছিলেন, যে কারণে তাঁরা সফল হয়েছিলেন। তাঁরা যখন বোলার হিসেবে টিমে যোগ দিয়েছিল, সেই সময় তাঁদের ক্যাপ্টেন করা হয়নি। এটাই পার্থক্য একজন বোলার ও একজন অলরাউন্ডারের মধ্যে।’

বসিত আলি একইসঙ্গে বুমরাকে ভবিষ্যতে ক্যাপ্টেন হওয়ার আগাম শুভেচ্ছা দিয়েছেন। তিনি বলেন, ‘বুমরা একইসঙ্গে প্যাট কামিন্সের কথাও বলেছিল। হ্যাঁ কামিন্স ভালো ক্যাপ্টেন। কিন্তু মাত্র কয়েকজন জোরে বোলারই একজন ভালো কোচ বা ক্যাপ্টেন হয়ে উঠতে পারেন। জসপ্রীত বুমরাকে আমার শুভেচ্ছা রইল। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওর ক্যাপ্টেন হওয়ার সম্ভবনা রয়েছে।’

বর্তমানে বিশ্রামে রয়েছেন জসপ্রীত বুমরা। এর আগে জানা গিয়েছিল, বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে ফিরবেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে বুমরাকে অস্ট্রেলিয়া সফরের জন্য তরতাজা রাখতে চাইছে বোর্ড। ফলে তাঁকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নাও পারেন বুমরা।