T20 World Cup 2022: কিং কোহলির ব্যাটে কীভাবে জয় লিখল ভারত?
মেলবোর্বে ৪ উইকেটে বাবর আজমের পাকিস্তানকে হারাল বিরাটরা। আর ভারতের জয়ের পিছনে সব চেয়ে বড় অবদান রইল কোহলির। বিরাটের মাস্টার্সক্লাসের ঝলক তুলে ধরল TV9Bangla।
মেলবোর্ন: রানমেশিন, চেজমাস্টার, কিং কোহলি… আজ মেলবোর্নে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে বিরাট কোহলির (Virat Kohli) চোখ ধাঁধানো ৮২ রানের অপরাজিত ইনিংসটার পর, এই তকমাগুলো ফের জ্বল জ্বল করে উঠছে। মেলবোর্নের গ্যালারিতে ভেসে আসল ইন্ডিয়া ইন্ডিয়া… আর কোহলি, কোহলি… একুশের পুনরাবৃত্তি হল না বাইশের কুড়ি-বিশের বিশ্বকাপে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) শুরুটা জয় দিয়েই করল ভারত। ৪ উইকেটে বাবর আজমের পাকিস্তানকে হারাল বিরাটরা। আর ভারতের জয়ের পিছনে সব চেয়ে বড় অবদান রইল কোহলির। বিরাটের মাস্টার্সক্লাসের ঝলক তুলে ধরল TV9Bangla।
The KING is back ?
Take a bow, Virat Kohli ?#T20WorldCup | #INDvPAK pic.twitter.com/OdAnbmso0h
— ICC (@ICC) October 23, 2022
গ্রিন আর্মির বিরুদ্ধে এক ঝলকে বিরাট কোহলির কারনামা —
১) বিরাট যখন ব্যাট করতে নামলেন, তখন দলের অবস্থা ১ উইকেটে ৭ রান (১.৫ ওভার)।
২) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে যখন লোকেশ রাহুলের উইকেট ছিটকে দিলেন নাসিম শাহ, তার পর ক্রিজে এলেন বিরাট কোহলি (তিন নম্বরে নামেন ভিকে)।
৩) তিন নম্বরে নেমে কোহলি মাঠ ছাড়লেন ম্যাচ জিতিয়ে।
৪) দ্বিতীয় উইকেটে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধতে পারেননি বিরাট।
৫) তৃতীয় উইকেটে ও চতুর্থ উইকেটে সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেলের সঙ্গে কিছু খুচরো রান তোলেন বিরাট।
৬) পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়ার সঙ্গে জমাট জুটি বাঁধেন ভিকে। হার্দিক-বিরাট জুটিতে ওঠে ৭৮ বলে ১১৩ রান।
৭) এই জুটিই ম্যাচ জেতাতে পারত মেন ইন ব্লুকে। কিন্তু ১৯.১ ওভারে পান্ডিয়ার উইকেট তুলে নেন মহম্মদ নওয়াজ। বিরাট কিন্তু সেই একইরকম ভাবে ক্রিজে ছিলেন।
৮) ১২তম ওভারে বল হাতে এগিয়ে আসেন মহম্মদ নওয়াজ। সেই ওভারে মোট ২০ রান তোলে ভারত। হার্দিকের ব্যাটে আসে ২টি ছয়। কোহলির ব্যাটে আসে ১টি ছয়। সেই শুরু, এরপর বিরাটের ব্যাট থেকে এল একাধিক চার-ছয়।
৯) ১৩, ১৪ ও ১৫ ওভারে বিরাটের ব্যাটে আসে মোট তিনটি চার।
১০) ১৭.১ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন বিরাট।
১১) ১৮তম ওভারে মোট ৩টি চার মারেন বিরাট। সেই ওভার শেষে কোহলি পৌঁছে যান ৪৭ বলে ৬১ রানে।
১২) ১৯তম ওভারে পাকিস্তানের হয়ে বল হাতে আসেন হ্যারিস রউফ। কোহলির ব্যাটে আসে পরপর দুটি ছয়। কোহলি যতক্ষণ ক্রিজে ছিলেন ভারতীয় সমর্থকরা কোথাও একটা জয়ের আশায় বুক বেঁধে ছিলেন।
১৩) শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। মহানাটকীয় ভাবে শেষ হয় ভারত-পাক ম্যাচ। শেষ ওভারে জোড়া উইকেট হারায় টিম ইন্ডিয়া।
১৪) ২০তম ওভারের চতুর্থ বলটি নো বল দেওয়া হয়। সেই বলে ছয় মারেন বিরাট। পরের বলটা ওয়াইড। ফ্রি হিট থাকায় চতুর্থ বলে বোল্ড হলেও আউট হননি বিরাট। এরপর দৌড়ে তিন রান নিয়ে নেন বিরাট ও কার্তিক।
১৫) শেষ অবধি ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি। উল্লেখ্য, কোহলি যখনই সুযোগ পেয়েছেন চার-ছয়ের পাশাপাশি খুচরো রানও নিয়েছেন।
১৬) ৮২ রানের অপরাজিত ইনিংসের পথে কোহলির ব্যাট থেকে এসেছে ৪টি ছয় ও ৬টি চার। তাঁর স্ট্রাইক রেট ১৫৪.৭১।