Harshit Rana: আপনি তো ক্রিকেটের ইমরান হাসমি? উত্তরে যা বললেন হর্ষিত রানা…
শুধু ভালো বোলিং করে নাইট জার্সিতে নজর কেড়েছেন হর্ষিত, তা নয়। এ বছরের আইপিএলে তিনি ফ্লাইং কিস দিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন। বর্তমানে তিনি রয়েছেন শ্রীলঙ্কায়। লঙ্কানদের বিরুদ্ধে ভারতের ওডিআই টিমে সুযোগ পেয়েছেন তিনি।
কলকাতা: কেকেআরের ব্যাকবোন তিনি… বুমরা, সামির উত্তরসূরি তিনি… এই সকল তকমা পেয়ে গিয়েছেন কেকেআরের (KKR) তারকা বোলার হর্ষিত রানা (Harshit Rana)। শুধু ভালো বোলিং করে নাইট জার্সিতে নজর কেড়েছেন হর্ষিত, তা নয়। এ বছরের আইপিএলে তিনি ফ্লাইং কিস দিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন। বর্তমানে তিনি রয়েছেন শ্রীলঙ্কায়। লঙ্কানদের বিরুদ্ধে ভারতের ওডিআই টিমে সুযোগ পেয়েছেন তিনি। জাতীয় দলে তাঁর এখনও অভিষেক হয়নি। কিন্তু তাঁকে নিয়ে আলোচনা কম হচ্ছে না। হর্ষিত রানাকে ক্রিকেটের ইমরান হাসমিও বলা হচ্ছে। এমন কথা শুনে কেকেআরের ২২ বছরের হর্ষিত রানা কী বললেন?
শুভঙ্কর মিশ্রা তাঁর ইউটিউব চ্যানেলে কেকেআরের তারকা হর্ষিত রানাকে উড়ন্ত চুমু নিয়ে নানা প্রশ্ন করেন। তার মধ্যেই প্রথমেই তিনি বলেন, ‘আমাকে অনেকেই বলেছে হর্ষিত রানার গার্লফ্রেন্ড আছে কিনা জানতে। তা তোমার কি সত্যিই গার্লফ্রেন্ড আছে?’ উত্তরে হাসতে হাসতে হর্ষিত বলেন, ‘না স্যার নেই।’ এরপরই সঞ্চালক বলেন, ‘লোকজন বলছে, হর্ষিতের গার্লফ্রেন্ড থাকা উচিত ছিল। যদি ওর গার্লফ্রেন্ড থাকত, তা হলে সব ফ্লাইং কিস তাঁর কাছে যেত।’ এ কথা শুনে হর্ষিত হাসতে থাকেন।
এ বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা উড়ন্ত চুমু দিয়ে একেবারে আলোচনায় চলে এসেছিলেন। মায়াঙ্ক আগরওয়ালকে এক ম্যাচে আউট করে তিনি ফ্লাইং কিস দিয়েছিলেন। এই কাণ্ড করে তাঁকে শাস্তিও ভোগ করতে হয়েছিল। পরবর্তীতে ১৭তম আইপিএলের পুরো মরসুমে হর্ষিতকে ছাড়াও রোহিত শর্মাকে উড়ন্ত চুমু দিতে দেখা যায়। সেখানেই শেষ নয়, কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পর শাহরুখ খান ফ্লাইং কিস দেন। এরপর আইপিএল জয়ী কেকেআর টিমের সকলেও ফ্লাইং কিস দিয়ে সেলিব্রেশন করেন। স্বাভাবিকভাবেই হর্ষিত রানার সামনে প্রশ্ন আসে হঠাই করে উড়ন্ত চুমুর কারণ কী? উত্তরে কী বললেন রানা?
সব জিনিস তো আর পরিকল্পনা করে হয় না। সে কথাই বলেছেন নাইট তারকা। তাঁর কথায়, ‘যখন মায়াঙ্ক ভাইয়ের উইকেট নিয়েছিলাম, সেই সময় স্যার আমি তো তেমন কিছু পরিকল্পনা করে করে ফ্লাইং কিস দিইনি। উনি পুল শট মেরেছিলেন। বল হাওয়ায় ভেসে উঠেছিল। আমি ওনার কাছে গিয়েছিলাম। ভাবিনি ওর কাছে গিয়ে এমন কোনও সেলিব্রেশন করব। হঠাৎ করেই ওটা করে ফেলেছিলাম। পরে মায়াঙ্ক ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল আমার। বলেছিলাম, ভাইয়া ইচ্ছে করে বা ঝামেলা করার জন্য আমি ওই রকম করিনি।’
হর্ষিত জানান, মায়াঙ্কের সঙ্গে আইপিএলের ফাইনালের সময় তাঁর এই নিয়ে কথা হয়েছিল। কোনও প্ল্যান করে যে হর্ষিত ফ্লাইং কিস দেননি মায়াঙ্ককে, সেটা তিনি জানেন বলেই বলেন কেকেআরের বোলারকে। দলীপ ট্রফিতেও ওনার সঙ্গে আমার ঝামেলা হয়েছিল।
ওই উড়ন্ত চুমুর পর হর্ষিতের জীবনে কিছু বদলেছে? তিনি বলেন, ‘অনেক কিছু বদলে গিয়েছে। এখন কারও সঙ্গে দেখা হলেই, তাঁরা প্রথমে ওটাই (ফ্লাইং কিস দেওয়া) করে।’ শুভঙ্কর মিশ্রা এরপর বলেন, ‘আপনি ক্রিকেটের ইমরান হাসমি হয়ে গিয়েছেন।’ লাজুক হাসি দিয়ে হর্ষিত বলেন, ‘হ্যাঁ স্যার।’ এরপর কেকেআরের তারকা বলেন, ‘আমার ভালো লাগে যে, মানুষ ওই বিষয়টা এলেই আমাকে মনে করে। ওই রকম সেলিব্রেশন হলে আমার কথা ওঠে।’ হর্ষিত রানা এও জানিয়েছেন, নাইট টিমের সকলে বিষয়টা মজা করে। কেউ সিরিয়াসলি নেয় না। তিনিও তাই বিষয়টা মজার স্তরেই রেখেছেন।