KL Rahul: ৫ বছর আগের সেই ‘মারাত্মক ভুল’ নিয়ে মুখ খুললেন লোকেশ রাহুল

খারাপ সময় পেরিয়ে আলোয় ফিরেছেন কেএল রাহুল। বলিউড তারকা সুনীল শেট্টির মেয়ে তথা অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে লোকেশ রাহুলের বিয়ে হয়েছে। ২০২৩ সালে তাঁরা গাঁটছড়া বেঁধেছেন।

KL Rahul: ৫ বছর আগের সেই 'মারাত্মক ভুল' নিয়ে মুখ খুললেন লোকেশ রাহুল
৫ বছর আগের সেই 'মারাত্মক ভুল' নিয়ে মুখ খুললেন লোকেশ রাহুল
Follow Us:
| Updated on: Aug 24, 2024 | 12:47 PM

কলকাতা: লোকেশ রাহুল যদি সুযোগ পান, তা হলে হয়তো ২০১৯ সালের কয়েকটা দিন জীবন থেকে বাদ দিতে চান। এ কথা তিনি নিজের মুখে বলেননি। কিন্তু সে বছর তাঁর সঙ্গে যা ঘটেছিল, যার ফলে এমনটা তিনি চাইতেই পারেন। ফেরা যাক ২০১৯ সালে। সেই সময় করণ জোহরের জনপ্রিয় রিয়্যালিটি টক শো ‘কফি উইথ করণ’এ গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও লোকেশ রাহুল (KL Rahul)। সেখানে মহিলাদের প্রতি কিছু অশালীন মন্তব্যের জেরে হার্দিক ও রাহুলকে শোকজ করে বিসিসিআই। পরবর্তীতে বোর্ডের নির্বাসন কাটিয়ে দু’জনই ২২ গজে ফেরেন। সম্প্রতি এক পডকাস্টে রাহুল ওই সাক্ষাৎকারের পর তাঁর জীবনে কী হয়েছিল, তা নিয়ে জানিয়েছেন।

২০১৯ সালে কফি উইথ করণে রাহুল নিজের যাওয়া এবং তারপর তাঁর জীবনে যা হয়েছিল সেই প্রসঙ্গে বলেন, ‘ওই সাক্ষাৎকারটা একেবারেই আলাদা ছিল। যা আমাকে বদলে দিয়েছিল। আমূল পাল্টে দিয়েছিল। আমি ভীষণ লাজুক ছিলাম। তারপর ভারতের হয়ে খেলেছি। পরবর্তীতে আত্মবিশ্বাসী হয়ে উঠি। এখন সবাই আমাকে চিনতে পারবে, কারণ এখন একটা ঘরে একশো জন থাকলে আমি সবার সঙ্গে কথা বলব। কিন্তু এখন কেন জানি না আমি ওই সাক্ষাৎকারের পর খুব ভয় পেয়েছিলাম। দল থেকে নির্বাসিত হয়েছিলাম। আসলে আমি কখনও স্কুলে, কলেজে শাস্তি পাইনি। সাসপেন্ডও হইনি। আমার মা-বাবারও কখনও ডাক পড়েনি। ওটাই প্রথম ছিল যখন আমাকে এত সমালোচনা শুনতে হয়েছিল।’

খারাপ সময় পেরিয়ে আলোয় ফিরেছেন কেএল রাহুল। বলিউড তারকা সুনীল শেট্টির মেয়ে তথা অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে লোকেশ রাহুলের বিয়ে হয়েছে। ২০২৩ সালে তাঁরা গাঁটছড়া বেঁধেছেন। বর্তমানে ক্রিকেট থেকে অল্প বিরতি পেয়েছেন। এ বার তাঁকে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে।