KL Rahul: ভেবেছিলেন জল বইবেন, করলেন সেঞ্চুরি; পাক ম্যাচের পর যা বললেন রাহুল
Asia Cup 2023, IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে কলম্বোতে এশিয়া কাপের সুপার কাপের ম্যাচে ১০৬ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস উপহার দেন লোকেশ রাহুল। ২২৮ রানে ওই ম্যাচ জেতে ভারত। ম্যাচের শেষে রাহুল জানান, তিনি ভেবেছিলেন খেলার সুযোগ তো পাবেন না। হয়তো জল বইতে হবে। তাই তিনি নিজের ক্রিকেট কিটই নিয়ে আসেননি।
কলম্বো: এমন স্মরণীয় প্রত্যাবর্তন সকলেই চান। কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন লোকেশ রাহুল (KL Rahul)। দীর্ঘ ৬ মাস চোটের কারণে মাঠ থেকে বাইরে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে কামব্যাক ম্যাচ রাহুল রাঙিয়েছেন নজরকাড়া শতরান দিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে আবার সেটিই রাহুলের প্রথম ওডিআই শতরান। রিজার্ভ ডেতে হওয়া ভারত-পাক (India vs Pakistan) ম্যাচে জোড়া সেঞ্চুরি এসেছে বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের ব্যাটে। দুই তারকাই শুভেচ্ছাবার্তায় ভাসছেন। অথচ ম্যাচের শেষে লোকেশ রাহুল জানান, পাকিস্তানের বিরুদ্ধে তিনি খেলবেন কিনা জানতেনই না। টস হওয়ার ৫ মিনিট আগে রাহুল জানতে পারেন তিনি বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন। আর কী বললেন রাহুল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
‘ভেবেছিলাম জল বইতে হবে…’, পাক ম্যাচে খেলবেন কিনা জানতেনই না লোকেশ রাহুল
পাকিস্তানের বিরুদ্ধে কলম্বোতে এশিয়া কাপের সুপার কাপের ম্যাচে ১০৬ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস উপহার দেন লোকেশ রাহুল। ২২৮ রানে ওই ম্যাচ জেতে ভারত। ম্যাচের শেষে রাহুল জানান, তিনি ভেবেছিলেন খেলার সুযোগ তো পাবেন না। হয়তো জল বইতে হবে। তাই তিনি নিজের ক্রিকেট কিটই নিয়ে আসেননি। ব্রডকাস্টার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘টসের ৫ মিনিট আগে আমি জানতে পারি খেলব। রাহুল ভাই এসে জানায়, শ্রেয়সের পিঠে অল্প চোট হয়েছে। তাই আমি খেলব। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো জল বইব। তাই একটা ফুল হাতা টি-শার্ট ছাড়া কিছু নিয়ে আসিনি। আমার ব্যাটিং টি-শার্ট, ব্যাটিংয়ের সরঞ্জাম কিছুই সঙ্গে ছিল না। শেষ মুহূর্তে ম্যানেজার হোটেলে গিয়ে সেগুলো নিয়ে আসেন।’
Wholesome interview of KL Rahul. 🥺❤️
Credit: Star Sports. #INDvPAK
Go & watch full on Star Sports/YouTube. pic.twitter.com/cKgv1Xi48E
— Kunal Yadav (@Kunal_KLR) September 12, 2023
রাহুলের সঙ্গে এমন ঘটনা অবশ্য এই প্রথম বার হয়নি। তিনি জানান, শেষ মুহূর্তে এমন ঘটনা তাঁর সঙ্গে অতীতেও হয়েছে। তাই তিনি এমন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে অভ্যস্থ। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার যন্ত্রণা কেমন, তা জানেন রাহুল। তিনি গত কয়েক বছরে একাধিক বার চোটের কবলে পড়েছেন। তাই চোট সারিয়ে ফেরার লড়াই কতটা কঠিন, তাঁর অজানা নয়। তিনি জানান, মাসের পর মাস মাঠের বাইরে থেকে টিভিতে ম্যাচ দেখেছেন। জাতীয় দলে ফিরে টিমকে জেতাতে পেরে তাই বিরাট খুশি রাহুল। সামনেই বিশ্বকাপ। তাই তাঁর এই পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টকেও ভরসা দেবে।