Gautam Gambhir-Virat Kohli: পুরনো ঝামেলার জের? বিরাটকে ম্যাচের সেরা বাছলেন না গম্ভীর!

Asia Cup 2023, IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। কেরিয়ারের ৪৭তম সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের আরও কাছে পৌঁছে গিয়েছেন ভিকে। সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুলও। এই ভারতীয় ব্যাটারের দাপটেই বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে ৩৫০এর বেশি রান তুলেছিল ভারত।

Gautam Gambhir-Virat Kohli: পুরনো ঝামেলার জের? বিরাটকে ম্যাচের সেরা বাছলেন না গম্ভীর!
পুরনো ঝামেলার জের? বিরাটকে ম্যাচের সেরা বাছলেন না গম্ভীর!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 1:10 PM

কলম্বো: পুরনো ঝামেলার জের? হতেও পারে! কয়েক দিন আগেই তাঁকে দেখে ভারতীয় সমর্থকরা ‘বিরাট-বিরাট’ ধ্বনি তুলেছিলেন। যা দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন। সেই তিনিই এ বার বিরাট কোহলির ম্যাচের সেরার পুরস্কার কোনও ভাবেই মেনে নিতে পারছেন না। এই তিনি কে, বলার জন্য পুরস্কার নেই। গৌতম গম্ভীরের সঙ্গে বিরাটের ঝামেলা বহু পুরনো। গম্ভীর তখন কেকেআরের ক্যাপ্টেন। বিরাট আরসিবির। বেঙ্গালুরুর মাঠে আইপিএলের দুই টিমের খেলার সময় গম্ভীর-বিরাট ঝামেলায় জড়িয়েছিলেন। এমনকি, গত আইপিএলেও ঘটেছে অপ্রীতিকর ঘটনা। সেই গম্ভীর আরও একবার বিরাটকে নিয়ে বিতর্ক বাঁধিয়ে দিলেন। কী বললেন তিনি? TV9Bangla Sports এ বিস্তারিত।

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। কেরিয়ারের ৪৭তম সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের আরও কাছে পৌঁছে গিয়েছেন ভিকে। সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুলও। এই ভারতীয় ব্যাটারের দাপটেই বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে ৩৫০এর বেশি রান তুলেছিল ভারত। রোহিত শর্মার বোলিং ইউনিট একই সঙ্গে চমৎকার পারফর্ম করেছে। পাকিস্তানকে অল্প রানে শেষ করে দিয়েছেন বুমরা-সিরাজরা। তবে ভারতীয় বোলারদের মধ্যে সেরা কুলদীপ যাদব। চায়নাম্যান বোলার একাই ৫ উইকেট নিয়ে পাল্টে দিয়েছেন ম্যাচের গতি।

ম্যাচের পর গম্ভীরকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরো ভারতীয় টিমই যখন দুরন্ত পারফর্ম করেছে, তখন তাঁর ম্যাচের সেরা কে? তিনি বেছেছেন কুলদীপ যাদবকে। বিশ্বকাপের টিমে যুজবেন্দ্র চাহাল না নিয়ে কুলদীপকে রাখা নিয়ে সমালোচনা চলছিল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে কোনও ভুল করেনি, তা প্রমাণ করে দিয়েছেন কুলদীপ। আগের থেকে অনেক ধারালো তিনি। এই কুলদীপ যদি ছন্দে থাকেন, ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণ করতে অসুবিধা হবে না।

গম্ভীর বলেছেন, ‘আমার কাছে কুলদীপই ম্যাচের সেরা। ওর বাইরে কাউকে ভাবতে পারছি না। খুব ভালো করে জানি, বিরাট আর রাহুল সেঞ্চুরি করেছে। রোহিত-শুভমন হাফসেঞ্চুরি করেছে। কিন্তু এটাও ভুললে চলবে না, যে উইকেটে সিম আর সুইং হচ্ছে সেখানে কেউ যদি ৮ ওভার বল করে ৫ উইকেট নেয়, বিশেষ করে পাকিস্তানের মতো টিম, যারা স্পিনটা ভালো খেলে, তখন তাকে গুরুত্ব দিতেই হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো টিমের বিরুদ্ধে হলে একটা কথা ছিল। কারণ ওরা স্পিনটা ভালো খেলতে পারে না। পাকিস্তানের বিরুদ্ধে কুলদীপের বোলিং কিন্তু প্রমাণ করে ও কোয়ালিটি বোলার। বিশ্বকাপের আগে এটা কিন্তু টিমের পক্ষে দারুণ ব্যাপার। দুই পেসার ছন্দে, সেই সঙ্গে কুলদীপও দারুণ পারফর্ম করছে। এই তিন বোলার কিন্তু যে কোনও পরিস্থিতিতে উইকেট নিতে পারে।’

গম্ভীর যে যুক্তি সাজিয়েছেন, তা কিন্তু উড়িয়ে দেওয়া কঠিন। কিন্তু সমালোচকরা যে ‘বনাম বিরাট’এর গন্ধই পাচ্ছেন!