IPL 2022: লোকেশের সেঞ্চুরিতে ঘরের মাঠেও জয় অধরা রোহিতের মুম্বইয়ের
চলতি আইপিএলে এই নিয়ে টানা ৮ ম্যাচে হারের মুখ দেখল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স।
লখনউ সুপার জায়ান্টস ১৬৮-৬ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স ১৩২-৮ (২০ ওভার)
মুম্বই: একেই বলে ভাগ্যের পরিহাস! আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়াম। পাক্কা ২ বছর পর ঘরের মাঠে আইপিএলে খেলার সুযোগ পেল রোহিতের দল। পুরো গ্যালারি জুড়ে মুম্বই… মুম্বই… চিৎকারে একটা এমন পরিবেশ সৃষ্টি হয়েছিল, যাতে মনে হচ্ছিল ঘরের মাঠেই আসতে চলেছে মরসুমের প্রথম জয়টা। কিন্তু সে গুড়ে বালি! চলতি আইপিএলে মুম্বইয়ের হতশ্রী ভাগ্যকে ঘোরাতে পারল না ওয়াংখেড়ে। রবিরাতে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে খেলে, ঘরের মাঠেও লজ্জার হারই প্রাপ্তি হল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের। এই নিয়ে আইপিএল-২০২২ (IPL 2022) এর টানা ৮ ম্যাচে হারল পাঁচ বারের চ্যাম্পিয়নরা। মুম্বইকে সামনে পেলেই যেন লোকেশ রাহুলকে (KL Rahul) সেঞ্চুরি পেয়ে বসে। চলতি আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করে ফেললেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। আর দুটোই করলেন রোহিতের দলের বিরুদ্ধে।
Kaptaan sahab in absolutely fine form ? Take a bow @klrahul11 #AbApniBaariHai?#IPL2022 ? #bhaukaalmachadenge #lsg #LucknowSuperGiants #T20 #TataIPL #Lucknow #UttarPradesh #LSG2022 pic.twitter.com/xwu1qaxVIr
— Lucknow Super Giants (@LucknowIPL) April 24, 2022
টসে জিতে শুরুতে লোকেশ রাহুলদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন রোহিত। লখনউকে একা টেনে নিয়ে গেলেন ক্যাপ্টেন। ১২টি চার ও ৪টি ছয় দিয়ে সাজানো রাহুলের সেঞ্চুরিটাই ম্যাচ বের করে নিয়ে গেল মুম্বইয়ের কাছ থেকে। তবে পোলার্ডদের বিরুদ্ধে শুরুটা আজ ভালো হয়নি গৌতমের দলের। চতুর্থ ওভারেই বুমরার শিকার হন কুইন্টন ডি’কক (১০)। মনীশ পান্ডেকে নিয়ে বেশ কিছুটা দলকে টানেন রাহুল। তবে তিনিও আজ বেশ মন্থর গতিতে খেলতে থাকেন। ২২ বলে ২২ করে ফেরেন মনীশ। কায়রন পোলার্ড আজ দুটি উইকেট নেন তার মধ্যে রয়েছে মনীশ ও ক্রুণাল পান্ডিয়ার (১) উইকেট। তবে মুম্বইয়ের ইনিংস চলাকালীন ক্রুণাল কিন্তু শোধ তুলে নেন পোলার্ডের উইকেট নিয়ে। মার্কাস স্টোইনিস (০) আজ এলেন আর গেলেন। দীপক হুডার (১০) ব্যাটও আজ ফিকে। তবে ওপেন করতে নেমে শেষ অবধি ক্রিজে ছিলেন ক্যাপ্টেন রাহুল। ৩৭ বলে হাফসেঞ্চুরি করার পর শেষ অবধি ৬২ বলে ১০৩ রানে নট আউট থেকে মাঠ ছাড়েন রাহুল। লখনউ যে ১৬৯ রানের টার্গেট দিয়েছিল মুম্বইকে তার একাই ১০৩ রান তুলেছিলেন রাহুল।
Thank you for your #SuperGiant roars. What an amazing performance! ⁰#AbApniBaariHai?#IPL2022 ? #bhaukaalmachadenge #lsg #LucknowSuperGiants #T20 #TataIPL #Lucknow #UttarPradesh #LSG2022 pic.twitter.com/mZ6mOZlYsp
— Lucknow Super Giants (@LucknowIPL) April 24, 2022
রান তাড়া করতে নেমে শুরুটা লখনউয়ের মতোই ধীরে করছিল মুম্বই। তবে রোহিত-ঈশান ওপেনিং জুটিতে ওঠে ৪৩ বলে ৪৯ রান। যা আইপিএলে অন্তত এই জুটির কাছ থেকে আশা করা যায় না। অত্যন্ত শ্লথ গতিতে খেলতে থাকেন ঈশান। তাঁকে আজ রবি-ক্রুণালদের বিরুদ্ধে অস্বস্তিতে দেখা যাচ্ছিল। তিনি আউটও হয়েছেন অদ্ভুদভাবে। অফস্টাম্পের অনেকটা বাইরে রবি বিষ্ণোইয়ের বলে মারতে গিয়েছিলেন ঈশান। তবে বল তাঁর ব্যাটের কানায় লেগে উইকেটকিপার ডি’ককের বুটের গোড়ায় লেগে দ্বিতীয় স্লিপে যায়। আর সেখানে থাকা জেসন হোল্ডার সহজ ক্যাচ নেন। মাত্র ৮ রান করে মাঠ ছাড়েন ঈশান। রোহিতও ক্যাপ্টেনসুলভ খেলতে পারেননি। ৩১ বলে তাঁর খাতায় গিয়েছে ৩৯ রান। তিনি শিকার ক্রুণাল পান্ডিয়ার। ব্রেভিস (৩), সূর্যকুমার (৭) আজ ব্যাট হাতে চূড়ান্ত ব্য়র্থ। লখনউয়ের ‘বেবি এবি’ আয়ুষ বাদোনির শিকার হন সূর্য। পঞ্চম উইকেটে তিলক ভার্মা ও কায়রন পোলার্ড কিছুটা লড়াই করে দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন বটে। কিন্তু ভাগ্যদেবী তাতে প্রসন্ন হননি। হোল্ডার তুলে নেন তিলককে (৩৮)। পোলার্ডের (১৯) উইকেট নিয়ে শোধ তুলে নেন ক্রুণাল। শেষ অবধি ৩৬ রানে সুপার জায়ান্টসদের কাছে হেরে যেতে হল মুম্বইকে। আর এই জয়ের ফলে লিগ টেবলের প্রথম ৪ এ জায়গা করে নিল লখনউ।
সংক্ষিপ্ত স্কোর: লখনউ ১৬৮-৬ (কেএল রাহুল ১০৩*, মনীশ পান্ডে ২২, কায়রন পোলার্ড ২-৮, রাইলি মেরিডিথ ২-৪০)। মুম্বই ১৩২-৮ (রোহিত শর্মা ৩৯, তিলক ভার্মা ৩৮, ক্রুণাল পান্ডিয়া ৩-১৯, আয়ুষ বাদোনি ১-৬)।