মহিলাদের জাতীয় একদিনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মিতালি রাজের রেলওয়েজ
রবিবার রাজকোটে মহিলাদের জাতীয় একদিনের (National Women's One Day) টুর্নামেন্টে ঝাড়খণ্ডকে (Jharkhand) ৭ উইকেটে হারাল রেলওয়েজ (Railways)। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঝাড়খণ্ড। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে অল আউট হয়ে ১৬৭ রান তোলে ঝাড়খণ্ড। রান তাড়া করতে নেমে মিতালি রাজরা (Mithali Raj) তিন উইকেট হারিয়ে ১৩ ওভার বাকি থাকতেই জয় ১৬৯ রান তুলে নেয়। রেলওয়েজের বোলারদের দাপুটে বোলিংয়ে কার্যত উড়ে গেল টিম ঝাড়খণ্ড। রেলওয়েজ এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। এ বার ছিল এই টুর্নামেন্টের ১৪তম সংস্করণ। এই নিয়ে মোট ১২বার চ্যাম্পিয়ন হয়েছে রেলওয়েজ।
Most Read Stories