IPL 2021: বিরাট, এবিদের ফর্মই স্বপ্ন দেখাচ্ছে সিরাজকে
ইংল্যান্ড সফর সেরে দুবাইতে পা দেওয়ার পর ক'টা দিন আইসোলেশনে কাটাতে হয়েছিল। ইংল্যান্ডে দারুণ ফর্মে ছিলেন সিরাজ নিজেও। আইপিএলেও সেই ধারা বজার রাখতে চান। নেটে তাই প্রথম দিন থেকে নিজেকে উজাড় করে দিচ্ছেন তিনি।
দুবাই: বিরাট কোহলি (Virat Kohli), এবি ডে ভিলিয়ার্স (AB De Villiers), গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) দুরন্ত ফর্মে থাকাটাই ট্রফির স্বপ্ন দেখাচ্ছে আরসিবিকে। এমনই মনে করছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। আমিরশাহিতে আইপিএলের বাকি পর্বে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের প্রথম ম্যাচ কেকেআরের বিরুদ্ধে। শুরু থেকেই এই তিন তারকাকে আবার ফর্মে দেখা যাবে, এমন মনে করছেন আরসিবি ভক্তরা।
সিরাজ বলছেন, ‘কোয়ারান্টিন পর্ব কাটিয়ে টিমের সঙ্গে যোগ দিয়েছি। চমৎকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না। আমাদের টিমের তিন সেরা ব্যাটসম্যান বিরাট, এবি, ম্যাক্সওয়েলকে দেখে মনে হয়েছে যে, ওরা ফর্মেই আছে।’
ইংল্যান্ড সফর সেরে দুবাইতে পা দেওয়ার পর ক’টা দিন আইসোলেশনে কাটাতে হয়েছিল। ইংল্যান্ডে দারুণ ফর্মে ছিলেন সিরাজ নিজেও। আইপিএলেও সেই ধারা বজার রাখতে চান। নেটে তাই প্রথম দিন থেকে নিজেকে উজাড় করে দিচ্ছেন তিনি। এই আইপিএল থেকেই উত্থান হয়েছিল হায়দরাবাদের ছেলের। সেখান থেকে জাতীয় টিমেও ঢুকে পড়েছিলেন। অস্ট্রেলিয়া সফর থেকেই নিজেকে চেনাতে শুরু করেছেন তিনি। কিন্তু আরসিবি কখনও ট্রফি জিততে পারেনি আইপিএলে। বিরাট তো বটেই সিরাজের কাছেও যা বেশ যন্ত্রণার। তা এ বার মেটাতে মুখিয়ে রয়েছেন। আইপিএলের প্রথম পর্বে কিন্তু আরসিবি ভালোই খেলছিল। সেখান থেকেই আইপিএলের বাকি ম্যাচ খেলতে চান তিনি।
পাশাপাশি আরসিবিতে বিরাট কোহলি একটা ফ্যাক্টর। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাট আর জাতীয় টিমের ক্যাপ্টেন্সি করবেন না, ঘোষণা করার পর থেকে তাঁর চাপ কমল না বাড়ল, তা নিয়ে কিছুটা হলেও সংশয় রয়েছে। এই আইপিএলটা যদি জিততে পারেন বিরাট, তা হলে বোর্ড কর্তার একাংশকে জবাব দিতে পারবেন তিনি। দেশের হয়ে আইসিসি টুর্নামেন্ট জিততে না পারাটা বিরুদ্ধে গিয়েছে তাঁর। সেই সঙ্গে নিজেকে আবার ফর্মে ফেরাতে চাইছেন। দীর্ঘ দিন তাঁর ব্যাটে বড় রান নেই। তা মেটানোর জন্যই নামবেন ভিকে।
আরও পড়ুন: IPL 2021: এঁদের চেনেন? আইপিএলের আসরে এঁরাই তারকা হয়ে যেতে পারেন
আরও পড়ুন: IPL 2021: একনজরে দেখুন আইপিএলের জন্য জিও-এয়ারটেল-ভিআইয়ের বিশেষ বিশেষ অফার
আরও পড়ুন: IPL 2021: ‘মরুশহরে মহাযজ্ঞ’ জেনে নিন কবে, কখন এবং কীভাবে দেখবেন আইপিএলের ম্যাচ