IPL 2022: চল্লিশেও চমক দেখাচ্ছেন ধোনি
MS Dhoni: রবিরাতে দস্তানা হাতে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ফের দেখা গেল পুরনো মাহিকে।

মুম্বই: বয়স ৪০ হলে কী হবে! তাঁর হাব-ভাব, আচার-আচরণ দেখে বোঝার জো নেই যে, উইকেটের পিছনে দস্তানা হাতে এখনও তিনি এ ভাবে সকলকে চমকে দেওয়ার ক্ষমতা রাখেন। এটাই তো মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) সবার থেকে আলাদা করে। এ বারের আইপিএলে (IPL 2022) এখনও ১টি ম্যাচেও জিততে পারেননি রবীন্দ্র জাডেজারা (Ravindra Jadeja)। হারের হ্যাটট্রিক হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। তবে রবিরাতে দস্তানা হাতে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ফের দেখা গেল পুরনো মাহিকে। একাধিক বার দুরন্ত গতিতে স্টাম্পিং করে বহু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন মাহি। ঠিক তেমন ভাবেই রবিরাতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাহি-ম্যাজিক দেখা গেল।
টসে জিতে রবিবার পঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান জাডেজা। পঞ্জাবের দ্বিতীয় ওভারে ধোনি রান আউট করেন ভানুকা রাজাপক্ষকে (Bhanuka Rajapaksa)। ক্রিস জর্ডানের বলে ডিফেন্স করেই রান নেওয়ার জন্য দৌড়তে শুরু করেন রাজাপক্ষ। কিন্তু নন-স্ট্রাইকার শিখর ধাওয়ান তাঁকে ক্রিজে ফেরত যেতে বলেন অর্ধেক রাস্তা থেকেই। ঠিক সেই মুহূর্তে জর্জন বল ধরে ধোনির দিকে ছুঁড়ে দেন। বিন্দুমাত্র দেরি না করে ধোনি ডাইভ দিয়ে সেই বল ছুইয়ে দেন স্টাম্পে। ৫ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় রাজাপক্ষকে।
MS Dhoni's diving run out, a breakdown
(cricket version to a play at the plate, kinda) pic.twitter.com/ByVQdS447b
— Jomboy (@Jomboy_) April 4, 2022
ধোনির এই চকিতে চমকানো মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। ৪০-এও তিনি কতটা ফিট তার প্রমাণ আরও একবার দিলেন মাহি। একইসঙ্গে রবিরাতেধোনি তাঁর টি-২০ কেরিয়ারের ৩৫০তম ম্যাচে খেলে নিলেন। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন মাহি। তিনি ছাড়া এই কীর্তি গড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তবে ধোনির রেকর্ডের দিনও শেষ অবধি ৫৪ রানে মায়াঙ্কের পঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছে ধোনিদের। ইয়েলোব্রিগেডের হারের হ্যাটট্রিক তো হয়েই গিয়েছে। ৯ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের মুখে পরের ম্যাচে নামবেন ধোনি-জাডেজারা। সেই ম্য়াচ নিঃসন্দেহে চেন্নাইয়ের ঘুরে দাঁড়ানোর ম্যাচ।
Lightning MSD ? @MSDhoni pic.twitter.com/U1FKrm2rUc
— Dhoni Army TN™ (@DhoniArmyTN) April 3, 2022
আরও পড়ুন: SRH vs LSG IPL 2022 Match Prediction: প্রথম জয়ের খোঁজে হায়দরাবাদ, দ্বিতীয় জয়ের খোঁজে লখনউ





