সচিনপুত্র ‘মাহি’ করলেন শিক্ষকতার জন্য আবেদন!

Viral: নেট দুনিয়ার ভাইরাল সেই আবেদনপত্রের ছবি। শুধু তাই নয় ইন্টারভিউয়ের জন্য ওই ব্যাক্তিকে ডাকাও হয়।

সচিনপুত্র 'মাহি' করলেন শিক্ষকতার জন্য আবেদন!
সচিনপুত্র 'মাহি' করলেন শিক্ষকতার জন্য আবেদন!
Follow Us:
| Updated on: Jul 03, 2021 | 8:32 PM

বাবা সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। একথা সকলেই জানেন। এতে অবাক হওয়ার তেমন কিছু নেই। কিন্তু বাবা সচিন তেন্ডুলকর হলে ছেলে যদি হয় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), শুনলেই চোখ উঠবে কপালে! আর হয়েছেও তাই। এমন ঘটনা ঘটেছে ছত্তীশগড়ের (Chhattisgarh) রায়পুরে (Raipur)। সচিনের ছেলে ধোনি আবার শিক্ষকের (teacher) চাকরির জন্য আবেদনও করেছেন। নেট দুনিয়ার ভাইরাল সেই আবেদনপত্রের ছবি। শুধু তাই নয় ইন্টারভিউয়ের জন্য ওই ব্যাক্তিকে ডাকাও হয়। কিন্তু তিনি কোনও উত্তর দেননি।

প্রচুর মানুষ নিজের পছন্দের ক্রিকেটার, ফুটবলার, সিনেমার নায়ক-নায়িকার নামে ছেলে-মেয়ের নাম রাখেন। কিন্তু তা বলে বাবা সচিন আর ছেলে ধোনি, এমনটা সচরাচর কোথাও দেখা যায়নি। ইংরাজির শিক্ষক পদে আবেদন করেছেন ওই ভুয়ো ব্যাক্তি। যেখানে নিজের পরিচয় দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, বাবা সচিন তেন্ডুলকর। শুধু তাই নয়, সেই ধোনি নাকি সিএসভিটিইউ বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশও করেছেন। স্বাভাবিক ভাবেই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এগিয়ে থাকার জন্যই ডাকও পান ইন্টারভিউয়ে।

MS Dhoni son of Sachin Tendulkar submits application for post of teacher in Chhattisgarh goes viral on Internet

দেখুন সেই ভাইরাল হওয়া আবেদনপত্র (সৌজন্যে-টুইটার)

পরিস্কার বোঝা যাচ্ছে এই আবেদনকারী ভুয়ো। তার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। তবে নেট দুনিয়ার রীতিমতো ভাইরাল হয়েছে এই আবেদন পত্রের ছবি।

আরও পড়ুন: ‘ব্যাট অনেকটা পরস্ত্রীর মতো’ বেফাঁস মন্তব্য কার্তিকের